১০ সরকারি ব্যাংকে নতুন ২০ ডিএমডি

আগের সংবাদ

মাসসেরার দৌড়ে সাকিব

পরের সংবাদ

ভগ্নাংশে পিছিয়ে সাকিব : শীর্ষে বাবর আজম-ওয়ানিন্দু হাসারাঙ্গা

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দারুণ পারফরম্যান্স করছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে এক নম্বরে উঠে এসেছেন তিনি। দুজনেরই রেটিং পয়েন্ট এখন ২৭১। আর বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে সাকিবসহ বাংলাদেশি বোলারদের। সদ্য প্রকাশিত রাঙ্কিংয়ে ২৭১ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। সাকিবের রেটিং পয়েন্টও ২৭১। কিন্তু ভগ্নাংশের হিসাবে এগিয়ে আফগান অধিনায়ক। নবীর সুযোগ আছে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশি তারকাকে পেছনে ফেলার।
হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলেননি তিনি, অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলতে পারবেন না। অন্যদিকে টুর্নামেন্টে এখনো টিকে থাকা আফগানিস্তানের সুপার টুয়েলভেই বাকি আরো দুটি ম্যাচ। ফলে সাকিবের শীর্ষস্থান এককভাবে নিজের করে নেয়ার বড় সুযোগ আছে আফগান অধিনায়কের জন্য।
গত ২৭ অক্টোবর নবীকে টপকে টি-টোয়েন্টি অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন সাকিব। বিশ্বকাপের প্রথম পর্বে দারুণ পারফরম্যান্সের পর এ উন্নতি হয় তার। তবে সুপার টুয়েলভে ঠিক নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।
চোটের কারণে ছিটকে যাওয়ার আগে এ পর্বে তিন ম্যাচ মিলিয়ে সাকিব করেছেন ২৩ রান, সঙ্গে নিয়েছেন ২ উইকেট। অন্য দিকে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী এ বিশ্বকাপে সুপার টুয়েলভে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করছেন।
পাকিস্তানের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ে ৩৫ রানের দারুণ ইনিংস খেলেন এবং বল হাতে পাকিস্তানের মারকুটে ব্যাটার ফখর জামানের উইকেট নেন। নামিবিয়ার সঙ্গেও ব্যাট হাতে ১৭ বলে দুর্দান্ত ৩২ রান করেন। অন্য দিকে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্স করেন সাকিব। কিন্তু সুপার টুয়েলভে তার পারফরম্যান্স আশানুরূপ হয়নি।
গত এপ্রিলে বিরাট কোহলিকে টপকে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটসম্যান হন বাবর আজম। এবারের বিশ্বকাপে উড়ছেন তিনি। চার ম্যাচে তিন হাফ সেঞ্চুরির পুরস্কার পেলেন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান হয়ে।
ইংল্যান্ডের ডেভিড মালানকে পেছনে ফেলেছেন বাবর। পাকিস্তানের অধিনায়ক আফগানিস্তানের বিপক্ষে ৫১ ও নামিবিয়ার বিপক্ষে ৭০ রানের ইনিংস খেলেন। তাতে ক্যারিয়ারে ষষ্ঠবার শীর্ষে জায়গা করে নিলেন। ২৭ বছর বয়সী এ ব্যাটসম্যান ২০১৮ সালের ২৮ জানুয়ারি প্রথমবার টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যান হন। এবার একই সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এক নম্বরে তিনি।
বাবরের রেটিং পয়েন্ট ৮৩৪, তার চেয়ে ৩৬ পয়েন্ট পেছনে মালান (৭৯৮)। বাবরের ক্যারিয়ারসেরা রেটিং ৮৯৬। ২০১৯ সালের ৫ মে কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ৬৫ রান করে এ পয়েন্ট অর্জন করেন তিনি। গত বছরের ২৯ নভেম্বর থেকে শীর্ষে ছিলেন মালান।
ইংল্যান্ডের উইকেটকিপার ও ব্যাটসম্যান জস বাটলার আট ধাপ এগিয়ে আছেন ক্যারিয়ারসেরা নবম স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন তিনি। জেসন রয় ৫ ধাপ এগিয়ে ১৪তম।
শ্রীলঙ্কার লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা তার ক্যারিয়ারে প্রথমবার শীর্ষ বোলার হয়েছেন। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে তিনটি করে উইকেট নেন তিনি। তার কাছে জায়গা হারিয়েছেন গত ১০ এপ্রিল থেকে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি।
র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার বোলারের সবাই রিস্ট স্পিনার। ইংল্যান্ডের আদিল রশিদ আফগানিস্তানের রশিদ খানকে পেছনে ফেলে তৃতীয় স্থানে আছেন।
ক্যারিয়ারসেরা ৭৩০ রেটিং পয়েন্ট তার। ব্যাটিংয়ে শীর্ষ পঞ্চাশে বাংলাদেশ থেকে আছেন শুধু মোহাম্মদ নাঈম (১৮) ও মাহমুদউল্লাহ (২৮)। নাঈম আগের অবস্থান ধরে রাখলেও অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর। র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ বোলারদেরও। বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলার দিন গত ২৯ অক্টোবর সাত নম্বরে ছিলেন সাকিব, মেহেদী ছিলেন ১১ নম্বরে, মোস্তাফিজের অবস্থান ছিল ১২ নম্বরে।
সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বরে নেমে গেছেন সাকিব। মেহেদীর অবস্থান এখন ১৪ নম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে না খেলা মোস্তাফিজ আছেন ১৬ নম্বরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়