১০ সরকারি ব্যাংকে নতুন ২০ ডিএমডি

আগের সংবাদ

মাসসেরার দৌড়ে সাকিব

পরের সংবাদ

বাছাইপর্বে সহজ গ্রুপে টাইগ্রেসরা

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সাকিব-তামিমদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন সালমা-রুমানারা। এশিয়া কাপের শিরোপা জয় টাইগ্রেসদের সাফল্যের বড় মুকুট। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে টাইগ্রেসদের বাছাইপর্ব খেলতে হবে। তবে খুশির খবর হলো- বাছাইপর্বে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে সালমা-রুমানারা। ইতোমধ্যে আসন্ন নারী বিশ্ব কাপের বাছাইপর্বের গ্রুপিং ও সূচি ঘোষণা করেছে ক্রিকেটার অভিবাবক সংস্থা আইসিসি। জিম্বাবুয়েতে ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কাতে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে অনুষ্ঠিত হয়নি।
এবার দুটি গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্বে অংশ নেবে ১০টি দল। টাইগ্রেসরা অবস্থান করছে গ্রুপ ‘বি’ তে। সেখানে তাদের প্রতিপক্ষ-পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জিম্বাবুয়ে। উদ্বোধনী ম্যাচ দিয়েই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ ‘এ’ তে আছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। দশটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। পরে হবে সুপার সিক্স রাউন্ড। সেখান থেকে সেরা তিন দল মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করবে। ইতোমধ্যে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে।
এদিকে ২১ নভেম্বর জিম্বাবুয়ের হারারেতে আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সালমা-রুমানারা। তবে বাছাইপর্ব উতরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেললেও এখন পর্য়ন্ত ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলা হয়নি সালমা-জাহানারাদের। তাই রুমানাদের সামনে এবার আরেকটি সুযোগ হাতছানি দিয়ে ডাকছে।
এর আগে এশিয়া কাপে অংশ নিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে বাংলাদেশের মেয়েরা। এমনকি প্রথম হলেও নিজেদের সেরাটা দিয়ে ভারতের মতো শক্তিধর দলকে হারিয়ে এশিয়ার সেরা হিসেবে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যায় রুমানারা। মাশরাফি, সাবিক ও তামিমরা এশিয়ার শিরোপ জিততে ব্যর্থ হলেও, সফল হয়েছে টাইগ্রেসরা। এবার সালমা-জাহানারাদের নজর ওয়ানডে শিরোপায়। তাছাড়া বাছাইপর্বে তাদের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল। তবে পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়েকে হালকাভাবে দেখছেন না।
এদিকে ২০১৯ সালে নভেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। করোনা ভাইরাসের তাণ্ডবে সালমারা খেলার সুযোগ পায়নি। তামিম-সাকিবরা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও সালমা-রুমানারা দুই বছর ধরে ওয়ানডে ক্রিকেটের বাইরে। তবে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব খেলার আগে জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগ্রেসরা।
এ সিরিজের বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়