১০ সরকারি ব্যাংকে নতুন ২০ ডিএমডি

আগের সংবাদ

মাসসেরার দৌড়ে সাকিব

পরের সংবাদ

‘নৌকায় ভোট না দিলে কবরস্থানে কবর হবে না’

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : যারা যারা নৌকায় ভোট দেবে না তাদের চিহ্নিত করা হবে। তাদের কবরস্থানে কবর দিতে দেয়া হবে না। এমন ঘোষণা দিয়েছেন উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম। এ সময় তিনি মসজিদে নামাজ পড়তে আসতে দেবেন না বলেও ঘোষণা দেন। গত সোমবার রাতে হলদিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এ হুমকি দেন। এই চেয়ারম্যান প্রার্থী আরো বলেন, এটা আমার কবরস্থান। যারা ভোট দেবে না তাদের চৌধুরীপাড়ায় নিয়ে কবর দিতে হবে। তাদের মসজিদেও নামাজ পড়তে দেয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কোটবাজার দোকান মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা আবু ছিদ্দিক প্রমুখ। কবর দিতে না দেয়ার হুমকি প্রসঙ্গে জানতে চেয়ে চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার পাড়ায়, আমার সমাজে সবাই আমার আত্মীয়স্বজন। নির্বাচনে তারা আমার বিপক্ষে অবস্থান নিলে তাদের কবরস্থানে জায়গা দেয়া হবে না, মসজিদেও নামাজ পড়তে দেয়া হবে না। পাড়ার মসজিদ এবং কবরস্থান আমার ব্যক্তিগত সম্পত্তিতে করা হয়েছে। বিরোধিতা যারা করবে, তাদের স্থান এখানে হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়