১০ সরকারি ব্যাংকে নতুন ২০ ডিএমডি

আগের সংবাদ

মাসসেরার দৌড়ে সাকিব

পরের সংবাদ

তৃতীয় ধাপে ইউপি নির্বাচন : চেয়ারম্যান পদের ৫ গুণ মনোনয়ন জমা

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে এক হাজার তিনটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে পাঁচ হাজার ২৮৫ জনের মনোনায়নপত্র জমা পড়েছে, যা ইউপি হিসেবে প্রার্থী পাঁচ গুণেরও বেশি। এছাড়া রাজনৈতিক দলের প্রার্থীদের চেয়ে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা প্রায় দেড় গুণ বেশি বলে ইসি সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্ম সচিব ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান গতকাল বুধবার জানান, এক হাজার তিনটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে পাঁচ হাজার ২৮৫ জনের মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ২০টি রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়েছেন এক হাজার ৭৪৭ জন। আওয়ামী লীগ ৯৮১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪৩৮ জন, জাতীয় পার্টি ১৮৭ জন, জাকের পার্টি ৬৪ জন এবং জাসদ প্রার্থী দিয়েছেন ২৫ জন। মাঠপর্যায়ের

কর্মকর্তাদের পাঠানো তথ্য যোগ করে আসাদুজ্জামান জানান, বাকি তিন হাজার ৫৩৮ জনই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১১ হাজার ৪৬৯টি এবং সাধারণ সদস্য পদে ৩৭ হাজার ৪৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য মিলে মোট ৫৩ হাজার ৮০১টি মনোনয়নপত্র জমা পড়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর অনুষ্ঠেয় তৃতীয় ধাপের নির্বাচনে গত মঙ্গলবার এক হাজার তিনটি ইউনিয়ন পরিষদে তিনটি পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। এই ধাপে ৩১ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয়া হবে।
এর আগে দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ভোট হবে ১১ নভেম্বর। তৃতীয় ধাপে এক হাজার তিনটি ইউপির ভোট হবে ২৮ নভেম্বর। এ দুই ধাপে নির্বাচন সুষ্ঠু করতে আজ বৃহস্পতিবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়