১০ সরকারি ব্যাংকে নতুন ২০ ডিএমডি

আগের সংবাদ

মাসসেরার দৌড়ে সাকিব

পরের সংবাদ

তা র কা লা প : ‘ভালো গল্পের জন্য অপেক্ষা করি’

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শাহাদাৎ হোসেন। অভিনয় জীবন শুরু করেন মঞ্চনাটকে। তারপর একাধারে মঞ্চ, টিভি, রেডিও এবং বড় পর্দায় তার অভিনয়ের দক্ষতা দিয়ে জায়গা করে নেন দর্শক মনে। অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গুণী এই অভিনেতা তার ব্যস্ততা নিয়ে কথা বললেন ভোরের কাগজের সঙ্গে। সাক্ষাৎকার : শাহনাজ জাহান
বর্তমান ব্যস্ততার কথা
জানতে চাই?
অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছি। এছাড়া কাজ করছি সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘গাংকুমারী’তে। ছবিটির গল্প, কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন সাধনা আহমেদ এবং নির্মাণ করছেন ফজলুল করিম তুহিন। পাশাপাশি নাটকের শুটিংও চলছে। এনটিভির জন্য একটা ধারাবাহিক নাটকের শুটিং শুরু করব।

ওয়েব সিরিজে কাজ করছেন কি?
হ্যাঁ, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির একটা কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে।
কিছুদিন আগেই মুক্তি পেল আপনার অভিনীত সিনেমা ‘ঢাকা ড্রিম’। দর্শক সাড়া কেমন পেলেন?
দর্শকের কাছ থেকে খুবই ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি এখনো সিনেমা হলে যেতে পারিনি, এমনকি প্রিমিয়ারেও যেতে পারিনি। ঢাকা ড্রিম সিনেমাটি দশটি আলাদা গল্প নিয়ে নির্মিত।
এতে সবাই খুব ভালো কাজ করেছেন। এর মধ্যে নিজের অভিনয়ের প্রশংসা শুনে একজন অভিনেতা হিসেবে সত্যিই আনন্দিত হই।

মঞ্চে আবার কবে দেখতে পাব?
২০২২ সালে সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সিএটি) একটি নতুন প্রযোজনা নিয়ে হাজির হবে। নাটকটি নির্দেশনা দেবেন কামালউদ্দিন নিলু। নাটকটি নিয়ে এখন প্রস্তুতির কাজ চলছে। এখনই বিস্তারিত বলা যাবে না।

আপনি তো দুরন্ত টিভিতে একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছেন। অফিস আর অভিনয় সমন্বয় করেন কীভাবে?
অফিসের ফাঁকে যেটুকু সময় পাই শুটিং করি। যে কারণে প্রচুর কাজের অফার এলেও ফিরিয়ে দিতে হয়।
এছাড়া ভালো গল্পের জন্য অপেক্ষা করি। তবে দুটো কাজ একসঙ্গে সামলাতে একটু পরিশ্রমতো করতেই হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়