১০ সরকারি ব্যাংকে নতুন ২০ ডিএমডি

আগের সংবাদ

মাসসেরার দৌড়ে সাকিব

পরের সংবাদ

আগামী অধিবেশনে উঠছে অর্থের দুটি বিল

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে অর্থ মন্ত্রণালয়ের দুটি বিল পাসের জন্য উঠছে। বিলগুলো হচ্ছে-‘বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (এমেন্ডমেন্ট) বিল ২০২১’, এবং ‘ব্যাংকার বহি সাক্ষ্য বিল,২০২১’।
গতকাল বুধবার জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। গতকাল কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আব্দুস শহীদ, কাজী নাবিল আহমেদ এবং রুমানা আলী অংশ নেন।
বৈঠকে বিল দুটি নিয়ে আলোচনার পর প্রয়োজনীয় সংশোধনীসহ উত্থাপনের সুপারিশ করা হয়। আগামী ১৪ নভেম্বর বিকালে একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন বসবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়