ডিএমপি কমিশনার : স্মার্টকার্ড লাইসেন্সের প্রাপ্তি স্বীকার রসিদ থাকলে মামলা নয়

আগের সংবাদ

ইইউ-চীন-যুক্তরাষ্ট্র-ভারতের অঙ্গীকার > ৫০ বছরেই ‘কার্বন নিরপেক্ষ’ : এক হাজার কোটি ডলার তহবিলের নিশ্চয়তা, উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা

পরের সংবাদ

ধামইরহাটের সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আব্দুল আজিজ মণ্ডল, ধামইরহাট (নওগাঁ) থেকে : ধামইরহাটে গ্রামীণ জনপদ রাস্তাঘাটের পর্যাপ্ত উন্নয়ন হলেও পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। পৌর সদর অস্থায়ী পৌর ভবন আমাইতাড়া মোড় থেকে ঈদগাহ ময়দান, রাসেল মিনি স্টেডিয়াম, ফার্শিপাড়া, রাঙ্গামাটি, সাপাহার যোগাযোগের একমাত্র সড়কটি ১৪ বছর ধরে ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। যেন দেখার কেউ নেই। আমাইতাড়া-ফার্শিপাড়া ১ কিমি রাস্তা বেহাল দশার কারণে জনদুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ। ১৯৯৮ সালে এলজিইডি কর্তৃক নির্মিত রাস্তাটি কার্পেটিং উঠে খানাখন্দে পরিণত হয়েছে। বছর বছর ইট, বালু ছিটিয়ে জোড়া তালি দিয়ে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী ও বৃদ্ধরা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসকল সড়কে বড় বড় খানাখন্দে ভরপুর হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। কার্পেটিং উঠে গেছে অনেক আগেই। স্থানীয়রা জনদুর্ভোগ থেকে রক্ষা পেতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এদিকে বেড়াডাঙ্গা-তালঝাড়ি রাস্তা ৫০০ মিটার কাদা মাটিতে সয়লাব। স্থানীয় সৌরভ নাপিত জানান, হাঁটুর উপর কাদা মেখে বাসায় ফিরতে হয়। হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি, সেক্রেটারি বৈদ্যনাথ ও রামজনম জানান, দুর্গামন্দির কালিতলা হতে হাটখলা পর্যন্ত ৫০০ মিটার রাস্তা বেহাল দশা।
সাংবাদিক হারুন অর রশিদ, আব্দুল্লাহ হামিদী, সন্তোষ কুমার ও আওয়ামী লীগের সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম জানান, কেন্দ্রীয় জামে মসজিদের দুপাশ নিমতলী থেকে মসজিদ পর্যন্ত বৃষ্টির পানিতে দুপাশ তলিয়ে যায়। মুসল্লিরা সময় মতো মসজিদে হাজির হতে পারেন না, বাসার লোকজনও বের হতে পারেন না। মালাহার রোড ভায়া সাব-রেজিস্ট্রি অফিস চত্বর পূর্ব পাশ গাক অফিসের পশ্চিম থেকে নিরঞ্জন, আব্দুল আজিজ, মিজানুরের বাসা পর্যন্ত আধা কিমি সড়ক খানাখন্দ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যায়। এ সময় ভোগান্তির আর শেষ থাকে না। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সড়কটি সংস্কারপূর্বক চলাচলের উপযোগী করার হোক। এদিকে, সংলগ্ন ড্রেনটিও পাকাকরণ হয়নি। গাইড ওয়াল ৫০ মিটার স্থাপনের পর আর বাকি ৭০ মিটার গাইড ওয়াল রহস্যজনক স্থগিত কারণে রয়েছে।
পৌরসভার মেয়র আমিনুর রহমান বলেন, এসব রাস্তা সংস্কারের প্রক্রিয়াধীন। এমপি শহিদুজ্জামান সরকার জানান, রাসেল স্টেডিয়াম ফার্শিপাড়া ক্ষতবিক্ষত রাস্তার টেন্ডার হয়েছে, কাজ শুরু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়