ডিএমপি কমিশনার : স্মার্টকার্ড লাইসেন্সের প্রাপ্তি স্বীকার রসিদ থাকলে মামলা নয়

আগের সংবাদ

ইইউ-চীন-যুক্তরাষ্ট্র-ভারতের অঙ্গীকার > ৫০ বছরেই ‘কার্বন নিরপেক্ষ’ : এক হাজার কোটি ডলার তহবিলের নিশ্চয়তা, উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা

পরের সংবাদ

দি এমসিসিএইচএসএলের এজিএম

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশের অন্যতম বৃহত্তম সমবায় দি মেট্রোপলিটান খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের (দি এমসিসিএইচএসএল) ৩৪তম বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার গাজীপুরের কালীগঞ্জের কালব রিসোর্ট এন্ড কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। দি এমসিসিএইচএসএলের চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত ছিলেন গেস্ট অব অনার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, বিশেষ অতিথি ঝর্ণা গেøারিয়া সরকার এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস ও সমবায় অঙ্গনের নেতারা।
উল্লেখ্য, মি. আগষ্টিন পিউরীফিকেশনের চেয়ারম্যান পদে টানা তিন মেয়াদ দায়িত্বকালে তিনি নিজে সমবায় অধিদপ্তর কর্তৃক শ্রেষ্ঠ সমবায়ীর পুরস্কার পেয়েছেন।
আবার দি এমসিসিএইচএসএল শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হয়েছে। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ২৪ হাজার ৭২৯ জন, পরিসম্পদ প্রায় ১ হাজার ৯০৫ কোটি ১৯ লাখ টাকা। নিজস্ব প্রধান কার্যালয় আর্চবিশপ মাইকেল ভবন’সহ পূর্ব তেজতুরীবাজার, পাগাড়, নদ্দা, হাসনাবাদ, গোল্লা নিজস্ব সেবাবুথ ও অন্যান্য এলাকায় সেবাবুথের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সমিতির বর্তমানে মোট প্লট সংখ্যা ৪ হাজার ৯৮টি, এর মধ্যে বরাদ্দকৃত ১ হাজার ১৯০টি ও রেজিস্ট্রিকৃত ৮২০টি। এ পর্যন্ত নীড়-১২৯ ফ্ল্যাট প্রকল্পে মোট ফ্ল্যাট সংখ্যা ১ হাজার ১৬৩টি। এর মধ্যে বরাদ্দকৃত ফ্ল্যাট ৩৩৫টি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়