ডিএমপি কমিশনার : স্মার্টকার্ড লাইসেন্সের প্রাপ্তি স্বীকার রসিদ থাকলে মামলা নয়

আগের সংবাদ

ইইউ-চীন-যুক্তরাষ্ট্র-ভারতের অঙ্গীকার > ৫০ বছরেই ‘কার্বন নিরপেক্ষ’ : এক হাজার কোটি ডলার তহবিলের নিশ্চয়তা, উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা

পরের সংবাদ

দাঁত মাজা

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দাঁত মাজা শিখে গেছে আমাদের সাউদাও,
সারাদিন বলে পেস্ট, টুথব্রাশ, ‘দাও দাও!’

রোজ তার ব্রাশ লাগে, লাগে টুথপেস্টও,
দাঁতগুলো ঝকঝকে বানাতে সচেষ্ট।

রাতদিন চলে তার এই রূপচর্চা,
বেড়ে গেছে প্রতি মাসে বাজারের খরচা।

একটানা ছেড়ে রাখে বেসিনের ট্যাপটা,
পেস্টের টিউব সে করে ফেলে চ্যাপ্টা।

ঘষে ঘষে ব্রাশগুলো করে ফেলে ক্ষয়ও সে,
তিনশোটা ব্রাশ গেছে এতটুকু বয়সে।

পেস্ট গেছে অন্তত একশো কি সোয়াশো
সাথে সোপ লিকুইড, কিছু হ্যান্ড ওয়াশও।

ওই দাঁতে বড়ো বড়ো মোটা মোটা আখ খায়,
মুরগির হাড়গুলো তার মুখে পাক খায়।

খায় মানে- গেলে না সে, ঠোঁটে রাখে ঝুলিয়ে,
কুটকুট কাটে হাড় দুই গাল ফুলিয়ে।

খাওয়াদাওয়া পরে হবে- দাঁত মাজা হোক তো,
তিনখানা দাঁত তার- শক্ত ও পোক্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়