ডিএমপি কমিশনার : স্মার্টকার্ড লাইসেন্সের প্রাপ্তি স্বীকার রসিদ থাকলে মামলা নয়

আগের সংবাদ

ইইউ-চীন-যুক্তরাষ্ট্র-ভারতের অঙ্গীকার > ৫০ বছরেই ‘কার্বন নিরপেক্ষ’ : এক হাজার কোটি ডলার তহবিলের নিশ্চয়তা, উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা

পরের সংবাদ

করোনা টিকাদান কর্মসূচির আওতায় ৮ ইপিজেড

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন পরিচালিত ৮টি ইপিজেডের সবকটিই করোনা টিকাদান কর্মসূচির আওতায় এসেছে। সর্বশেষ ইপিজেড হিসেবে গত ১ নভেম্বর উত্তরা ইপিজেডে কর্মরত শ্রমিকদের মাঝে এ টিকাদান কর্মসূচি শুরু হয়। উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক নাহিদ মুন্সি এবং নীলফামারী জেলার সিভিল সার্জন আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিনে ৩টি কারখানার ৫ হাজার শ্রমিককে টিকা প্রদান করা হয়। আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলমান এ টিকাদান কর্মসূচির আওতায় অবশিষ্ট ২১টি কারখানার শ্রমিকদেরও টিকা প্রদান করা হবে। উল্লেখ্য, কুমিল্লা ইপিজেড গত ১৭ আগস্ট সর্বপ্রথম টিকাদান কর্মসূচি শুরু করে। পরবর্তীতে অন্যান্য ইপিজেডেও এ কার্যক্রম শুরু হয়, যা চলমান রয়েছে। শ্রমিকদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের মাধ্যমে ইপিজেডের উৎপাদনমুখী কর্মপরিবেশ বজায় রাখার লক্ষ্যে শতভাগ টিকাদান নিশ্চিত করতে কাজ করছে বেপজা। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়