ভিসি এয়ার মার্শাল নজরুল : ওবিই হচ্ছে জ্ঞানগর্ভ ও চিন্তা উদ্দীপক কর্মশালা

আগের সংবাদ

টানা ৪ জয়ে সেমিতে পাকিস্তান

পরের সংবাদ

সৌদিকে হারানোর ছক কষছেন মারুফুল

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে আজ সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এদিন উজবেকিস্তানে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মুখোমুখি হবে দুই দল। নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সেরাটা খেলতে মুখিয়ে আছেন লাল-সবুজের প্রতিনিধিরা। তাই শিষ্যদের নিয়ে সৌদিকে হারানোর ছক কষছেন কোচ মারুফুল হক। এর আগে কুয়েতের বিপক্ষে সৌদি আরব হেরে যাওয়ায় বাংলাদেশ দলের দ্বিতীয় রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ আছে। সেই লক্ষ্যে কোচ মারুফুল হক পরিকল্পনা সাজাচ্ছেন। গতকাল বেশ ফুরফুরে মেজাজে অনুশীলন করেছেন বাংলাদেশের যুবারা। বিকাল ৩টা থেকে ৫ পর্যন্ত অনুশীলন করেছেন তারা। দলের সব খেলোয়াড় ও অফিসিয়াল সুস্থ আছেন।
এর আগে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে দুটি ম্যাচ হেরেছে লাল-সবুজর যুবারা। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের চেয়ে শক্তিসামর্থ্যে এগিয়ে কুয়েত, সৌদি আরব ও উজবেকিস্তান। তাই নিজেদের প্রথম ম্যাচে কুয়েতের বিপক্ষে হোঁচট খেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছেন মারুফুলের শিষ্যরা। এরপর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা। তাই তৃতীয় মাচে সৌদির বিপক্ষে জয় তুলে নিতে তাদের লড়াই করতে হবে। সৌদির অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে গতকাল তারা নিজেদের ঝালিয়ে নিয়েছেন। চ্যালেঞ্জ নিয়ে সীমাবদ্ধতার মাঝে থেকেও কীভাবে ভালো করা যায়, সে চেষ্টা করছেন মারুফুলের শিষ্যরা। তাছাড়া খেলার মধ্যে থাকায় খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। কোচ মারুফুল বলেন, আমরা মাঠে নামব জয়ের জন্যই। প্রথম ম্যাচের প্রতিপক্ষ কুয়েত বেশ শক্তিশালী ছিল। স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে অপ্রীতিকর পরিস্থিতি হয়েছে ফলাফলে। ওরা শক্তি-সামর্থ্যে আমাদের চেয়ে অনেক এগিয়ে। তবে শেষ ম্যাচে সৌাদির বিপক্ষে  আমরা খেলব জয়ের জন্যই। আমরা মূল পর্বে খেলতে চাই, সেটা গ্রুপ চ্যাম্পিয়ন বা সেরা রানার্সআপের মধ্যে থেকে হলেও। ভালো ও উন্নত দলের সঙ্গে খেলেই নিজেদের প্রমাণ করতে হয়। আমি সেই চ্যালেঞ্জটাই নিয়েছি। অনুশীলনে আগের ম্যাচগুলোর ভুলত্রæটি নিয়ে কাজ করছি। আমাদের দলের সবাই বেশ উজ্জীবিত।
এর আগে কুয়েতের বিপক্ষে সৌদি আরব হেরে গেছে। আমরা ওদের দুবর্ল দিকগুলো দেখেছি। মাঠে তাদের হারানোর পরিকল্পনা সাজিয়েছি। আশা করি, আমরা শিষ্যরা ভালো খেলবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়