ভিসি এয়ার মার্শাল নজরুল : ওবিই হচ্ছে জ্ঞানগর্ভ ও চিন্তা উদ্দীপক কর্মশালা

আগের সংবাদ

টানা ৪ জয়ে সেমিতে পাকিস্তান

পরের সংবাদ

সিটি ব্যাংক : মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন্সে ঋণ আয়োজন

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ডোরিন গ্রুপের বিদ্যুৎকেন্দ্র প্রকল্প উন্নয়নের জন্য তিন ব্যাংকের মধ্যকার সিন্ডিকেশন লোন আয়োজন করেছে সিটি ব্যাংক। প্রধান আয়োজক হিসেবে দেশীয় ব্যাংকগুলো থেকে মোট ৭৪২ কোটি টাকার জোগান দিয়েছে ব্যাংকটি। সিন্ডিকেটের অংশ হিসেবে উল্লিখিত প্রকল্পে সিটি ব্যাংক নিজস্ব তহবিল থেকে ২১৭ কোটি টাকার দীর্ঘমেয়াদি ঋণ দিয়েছে এবং এ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টির বিপরীতে ৫২৫ কোটি টাকার ঋণ দিয়েছে ব্যাংক এশিয়া ও ইস্টার্ন ব্যাংক।
সম্প্রতি রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন্স লিমিটেড, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া ও ইস্টার্ন ব্যাংকের মধ্যে দেশীয় মুদ্রায় ঋণ চুক্তি স্বাক্ষর হয়। সমাপনী অনুষ্ঠানে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাহজীব আলম সিদ্দিকী, এমপি, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী ও ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন্স লিমিটেডের সিইও মোস্তফা মইন, সিটি ব্যাংকের পাবলিক সেক্টর-পিপিপি-সার্ভিস সেক্টর ক্লাস্টার হেড মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং হেড অব স্ট্রাকচার্ড ফিন্যান্স মাহবুব জামিল। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়