ভিসি এয়ার মার্শাল নজরুল : ওবিই হচ্ছে জ্ঞানগর্ভ ও চিন্তা উদ্দীপক কর্মশালা

আগের সংবাদ

টানা ৪ জয়ে সেমিতে পাকিস্তান

পরের সংবাদ

রংপুর : মসজিদের সম্পত্তি দখল পাঁয়তারার অভিযোগ

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ফেরদৌস আহমেদ, রংপুর থেকে : মসজিদের ওয়াক্ফকৃত সম্পত্তি দখলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় ওই ওয়াক্ফ স্টেটের মোতোয়ালি ও যুগ্ম মোতোয়ালি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা গেছে, রাধাবল্লভ মৌজার জেএল নং ৯২, সাবেক সিএস খতিয়ান ১৬৬৬, এসএ খতিয়ান ১৫৫৪, দাগ নং ১৭১০, নতুন দাগ ৯১১৩, জমি ১৬ শতক। যা ১৯৯৭ সালের ১১ আগস্ট ১৪০৪৮/১৯৮৭নং দলিল মূলে রংপুর মারকাজ মসজিদের নামে ওয়াক্ফ করা হয়। এ জমিতে দোকান ভাড়াটিয়ার সঙ্গে ইতোমধ্যে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ওয়াক্ফ স্টেটের মোতোয়ালি ও মসজিদের মুসল্লিদের সঙ্গে পরামর্শক্রমে ওয়াক্ফ স্টেটের আয় বৃদ্ধির লক্ষ্যে বহুতল ভবনবিশিষ্ট মার্কেটের নকশা অনুমোদনের জন্য ওয়াক্ফ স্টেট ঢাকা ও রংপুর সিটি করপোরেশনে দরখাস্ত দাখিল করা হয়েছে। এরই মধ্যে জনৈক আ. মান্নানের নেতৃত্বে একটি কুচক্রী মহল ওয়াক্ফকৃত সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন। মহলটি ‘এই সম্পত্তি লইয়া মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা চলমান, যাহার রিট মামলা নং- ৮৮৯৩/২০২১’ নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। কিন্তু হাইকোর্টসহ সংশ্লিষ্ট সব জায়গায় খোঁজখবর করে এই ৮৮৯৩/২১ নম্বর রিট মামলার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ওয়াক্ফ স্টেটের মোতোয়ালি মোজাফফর হোসেন বলেন, আব্দুল মান্নানসহ একটি কুচক্রী মহল মসজিদের এই সম্পত্তি দখলের পাঁয়তারা করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়