ভিসি এয়ার মার্শাল নজরুল : ওবিই হচ্ছে জ্ঞানগর্ভ ও চিন্তা উদ্দীপক কর্মশালা

আগের সংবাদ

টানা ৪ জয়ে সেমিতে পাকিস্তান

পরের সংবাদ

দুর্দান্ত সালাহ

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। আসরে ৯ ম্যাচে ১০ গোল করে সবার উপরে এখন তিনি। ৭ গোল করে তার পরের অবস্থানে আছেন ইংলিশ ফরোয়ার্ড জেমি বার্ডি। ৬ গোল করে তিনে ওয়েস্ট হ্যাম ফরোয়ার্ড মিকাইল আন্তোনিও। এর আগে গত মাসে প্রিমিয়ার লিগে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন সালাহ। প্রিমিয়ার লিগে ১৬৭ ম্যাচ খেলে তার গোল সংখ্যা এখন ১০৭। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩০ জনের মধ্যে সালাহর (১৬২ ম্যাচ) চেয়ে কম সময়ে ১০০ গোল করতে পেরেছেন শুধু চারজন। অ্যালান শিয়ারার (১২৪ ম্যাচ), হ্যারি কেইন (১৪১), সার্জিও আগুয়েরো (১৪৭) ও থিয়েরি অঁরি (১৬০ ম্যাচ) তার চেয়ে কম সময়ে এই মাইলফলক স্পর্শ করেন। আর প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে বর্তমানে সালাহর অবস্থান ২৬তম। সমান ১০৭ গোল করে তার সঙ্গে আছেন ইংলিশ ফুটবলার পল স্কোলস। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা তিনে আছেন তিন ইংলিশ ফুটবলার অ্যালান শিয়ারার (২৬০), ওয়েন রুনি (২০৮) এবং অ্যান্ডি কোল (১৮৭)। প্রিমিয়ার লিগের পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ফর্মে আছেন মোহাম্মদ সালাহ। তিন ম্যাচে তার গোল সংখ্যা ৫। সব মিলিয়ে চলতি আসরে লিভারপুলের জার্সি গায়ে সালাহর গোল সংখ্যা ১৫। প্রিমিয়ার লিগে এই গোল মেশিনের যাত্রা শুরু ২০১৪ সালে চেলসির জার্সি গায়ে। তবে ব্লুজদের হয়ে নিজেকে খুব বেশি একটা রাঙাতে পারেননি এই মিসরীয় ফরোয়ার্ড। ১৩ ম্যাচ খেলে মাত্র ২ বার জালের দেখা পান তিনি। চেলসি সালাহকে আর সময় না দিয়ে লোনে পাঠান ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনাতে। সেখানে ১৬ ম্যাচে ৬ গোলের দেখা পান সালাহ। ফিওরেন্তিনা পর্ব শেষে আবার ইতালিয়ান ক্লাব রোমাতে পাঠানো হয় সালাহকে। সেখানে নিজেকে মেলে ধরেন তিনি। ৩৪ ম্যাচে জালের দেখা পান ১৪ বার। রতœ চিনতে আর ভুল করেনি রোমা। লোন শেষ করে ক্লাবটি এই মিসরীয়কে রেখে দেয় নিজেদের দলে। সেখানে ২০১৬-১৭ মৌসুমে ৩১ ম্যাচ খেলে ১৫ গোল করেন সালাহ। চেলসি যাকে প্রিমিয়ার লিগ থেকে ছাঁটাই করে দিয়েছিল তাকেই আবার ২০১৭ সালে নিয়ে আসে ইংলিশ ক্লাব লিভারপুল। রোমা প্রায় তিন গুণ বেশি লাভে তাকে হস্তান্তর করে। সেখানে গিয়েই রীতিমতো তারকা বনে যান সালাহ। আর লিভারপুলকে করে তোলেন চাঙ্গা। প্রিমিয়ার লিগে লিভারপুলের জার্সি গায়ে প্রথম মৌসুমেই বাজিমাত করেন সালাহ। ৩৬ ম্যাচে গোল করেন ৩২টি। ওই বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত ছিলেন মিসরীয় ফরোয়ার্ড। ১৫ ম্যাচে করেন ১১টি গোল। সেবার ফাইনালে স্প্যানিশ ক্লাব রিয়ালের বিপক্ষে ৩-১ গোলে হেরে শিরোপা খোয়ান সালাহরা। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ায় কিছু করার ছিল না তার। এর পর আর পেছনে তাকাতে হয়নি তাকে। পরের মৌসুমে লিগে ৩৮ ম্যাচ খেলে ২২ গোল করেন সালাহ। আর চ্যাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচে গোলের দেখা পান ৫টি। আগের আসরের আক্ষেপ ঘুচিয়ে এই আসরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিজেদের ঘরে তুলে নেয় লিভারপুল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়