ভিসি এয়ার মার্শাল নজরুল : ওবিই হচ্ছে জ্ঞানগর্ভ ও চিন্তা উদ্দীপক কর্মশালা

আগের সংবাদ

টানা ৪ জয়ে সেমিতে পাকিস্তান

পরের সংবাদ

তেঁতুলিয়ার ভজনপুর ইউপি : আওয়ামী লীগ প্রার্থীর পথসভায় হামলার অভিযোগ

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ লিটনের পথসভায় হামলা, ইট-পাটকেল নিক্ষেপসহ এক সমর্থকের মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে ভজনপুর ইউনিয়নের তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের ভজনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছায়েম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ঘটনাস্থল পরিদর্শন করেন। আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ লিটন বলেন, আমি ভজনপুর বাসস্ট্যান্ডে পথসভা করছিলাম। এক পর্যায়ে দুর্বৃত্তরা পথসভার পেছন থেকে আমার লোকজনের ওপর হামলা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা আমার এক সমর্থকের ওয়ালটন মোটরসাইকেল পুড়িয়ে দেয়। হামলায় আমার কয়েকজন কমী-সমর্থক আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমিও আহত হয়েছি। আমরা তাদের কয়েকজনকে চিনেছি। তাদের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি। তেঁতুলিয়া থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, শিগগিরই এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের তাদের শনাক্ত করার চেষ্টা করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়