ভিসি এয়ার মার্শাল নজরুল : ওবিই হচ্ছে জ্ঞানগর্ভ ও চিন্তা উদ্দীপক কর্মশালা

আগের সংবাদ

টানা ৪ জয়ে সেমিতে পাকিস্তান

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

২ দোকানে আগুন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ২টি দোকানঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী হাটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী হাটের মো. শরিফুল ইসলামের বেকারির দোকানঘরে আগুন লাগে। ওই আগুনে পার্শ্ববর্তী মিজানুর রহমানের মিষ্টির দোকানঘরে আগুন ধরে যায়। আগুনে ২টি দোকানঘর পুড়ে গেছে। বেকারির মালিক মো. শরিফুল ইসলামের দোকানে রাখা নগদ ১ লাখ টাকাসহ ঘরের বিভিন্ন মালামালসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে যায়। মিষ্টির দোকানের মালিক মিজানুর রহমানের মিষ্টির দোকানের বিভিন্ন মালামালসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া আগুনে পাশের একটি হোটেলের রান্নাঘর পুড়ে যায়।

শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি : জেলার শরণখোলা উপজেলায় রান্নাঘরের বালতির পানিতে পড়ে সাফওয়ান নামের ১৫ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাফওয়ান শরণখোলা উপজেলার একই ইউনিয়নের বগী এলাকার দিনমজুর শাহিনের ছেলে। স্থানীয়রা জানান, শিশুর নানার বাড়িতে মাওলানা ইসাহাক আলীর বাড়িতে রান্নাঘরে রাখা বালতির পানিতে সে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, সাফওয়ান নামের এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

চারা বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে আলোচনা সভা, গাছের চারা ও সনদ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুণ কুমার গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসার উদ্দীন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ওয়ার্ল্ড ভিশনের উপজেলা প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার রায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়