ভিসি এয়ার মার্শাল নজরুল : ওবিই হচ্ছে জ্ঞানগর্ভ ও চিন্তা উদ্দীপক কর্মশালা

আগের সংবাদ

টানা ৪ জয়ে সেমিতে পাকিস্তান

পরের সংবাদ

এমপি পদে শপথ নিলেন জাপার শেরিফা কাদের

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : এমপি পদে শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন শেরিফা।
গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথবাক্য পাঠ করান স্পিকার। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, আহসান আদেলুর রহমান ও নাজমা আক্তার উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে শেরিফা কাদের এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা মাসুদা এম এ রশিদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ওই শূন্য আসনে দলের একক প্রার্থী হিসেবে শেরিফা কাদেরকে মনোনয়ন দেন জিএম কাদের। এর আগে তাকে নিজের উপদেষ্টা করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়