ভিসি এয়ার মার্শাল নজরুল : ওবিই হচ্ছে জ্ঞানগর্ভ ও চিন্তা উদ্দীপক কর্মশালা

আগের সংবাদ

টানা ৪ জয়ে সেমিতে পাকিস্তান

পরের সংবাদ

‘আমার দেখা নয়াচীন’ : ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান দেখাবে সংসদ টিভি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটির ওপর ১৫ পর্বের ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান এবং ‘শত উক্তিতে বঙ্গবন্ধু’ শিরোনামে ভিডিও চিত্র তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে সংসদ টিভি। এ জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহের সুপারিশ করা হয়েছে। গতকাল সোমবার সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। সভায় কমিটির সদস্য আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, অপরাজিতা হক, শবনম জাহান এবং নাহিদ ইজাহার খান অংশ নেন।

বৈঠকে ২০২১-২০২২ অর্থবছরে সংসদ বাংলাদেশ টেলিভিশনের যন্ত্রপাতি কেনা এবং নতুন অনুষ্ঠান নির্মাণ ও পরিকল্পনা বিষয়ক আলোচনা করা হয়।
সংসদ বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে ব্যবহারের লক্ষ্যে ৩টি ক্যামেরা ও বাইরে ব্যবহারের জন্য ১টি ক্যামেরা এবং ২টি এডিট প্যানেল কেনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বৈঠকে সুপারিশ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়