ডেঙ্গুতে ৯১ জনের মৃত্যু, আক্রান্ত সাড়ে ২৩ হাজার

আগের সংবাদ

তৃণমূলে সংঘাত থামছেই না : সংঘর্ষে জড়িতদের তালিকা করছে আ.লীগ, অভ্যন্তরীণ সংঘর্ষে এক মাসে নিহত ৮, নির্বাচনী সংঘর্ষে ৩৮ নিহত

পরের সংবাদ

দর হারানোর শীর্ষে আরামিট সিমেন্ট

প্রকাশিত: নভেম্বর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৬টির বা ৬০.২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৯.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৫.৫০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১৩.৬০ টাকা বা ২৩.০১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আরামিট সিমেন্ট ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ফিড মিলসের ১৫.৭৭ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১২.৫০ শতাংশ, জিবিবি পাওয়ারের ১০.৯০ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১০.২৩ শতাংশ, জাহিনটেক্সের ৯.৩০ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.২৮ শতাংশ, শাশা ডেনিমসের ৮.৬০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.৪৭ শতাংশ এবং কনফিডেন্স সিমেন্টের শেয়ার দর ৮.৩২ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়