মিয়ানমার ছায়া সরকার ও মার্কিন প্রতিনিধির বৈঠক

আগের সংবাদ

ইএফডির দাম নিয়ে জটিলতা : দোকান নির্ধারণ করবেন ভ্যাট কর্মকর্তারা, বিপাকে পড়বেন ছোট ব্যবসায়ীরা

পরের সংবাদ

রুয়েটের আবাসিক হল খুলছে আজ

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সব আবাসিক হল আজ বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হচ্ছে। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসেন বলেন, শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে ২৮ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. রবিউল আওয়াল বলেন, শিক্ষার্থীরা করোনা সার্টিফিকেট/রেজিস্ট্রেশন কার্ড জমা দিয়ে ২৮ অক্টোবর সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রবেশ করতে পারবে। এর আগে গত ৩ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৩তম (জরুরি) সভায় শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়