মিয়ানমার ছায়া সরকার ও মার্কিন প্রতিনিধির বৈঠক

আগের সংবাদ

ইএফডির দাম নিয়ে জটিলতা : দোকান নির্ধারণ করবেন ভ্যাট কর্মকর্তারা, বিপাকে পড়বেন ছোট ব্যবসায়ীরা

পরের সংবাদ

রুহুল কবির রিজভী : ব্যর্থতা ঢাকতেই সাম্প্রদায়িক উসকানি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : সরকারের ব্যর্থতা ঢাকতেই চলমান সাম্প্রদায়িক উসকানি, বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বুধবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত অসাম্প্রদায়িক বাংলাদেশ আজকের প্রেক্ষাপট, সাম্প্রদায়িকতা অপচেষ্টার বিরুদ্ধে ও দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের সম্প্রীতি বজায় রাখার আহ্বানে আজকের এ মানববন্ধন। এ দেশে সম্প্রীতি রক্ষায় অতীতে যেমন প্রতিটি রাজনৈতিক দল রাস্তায় নেমে এসেছে, এখনো আসছে। আমাদের দেশ সম্প্রীতির বাংলাদেশ। আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি। এ দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই একসঙ্গে মিলেমিশে চলে আসছে। যারা সম্প্রীতি নষ্ট করে তারা দুষ্কৃতিকারী। সরকারের ব্যর্থতা, আইনশৃঙ্খলার অবনতি, দ্রবমূল্যের ঊর্ধ্বগতি, চালের দাম এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি, মরিচ, পেঁয়াজ, তেলের দাম সীমা অতিক্রম করেছে। এসব ঢাকতেই সরকার সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছে।
তিনি আরো বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে আপনারা দেখেছেন যারা পূজামণ্ডপে আক্রমণের নেতৃত্ব দিয়েছে, তারা সবাই সরকারি দলের লোক। রংপুর পীরগঞ্জের ঘটনায় নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ নেতা সৈকত। এতে পরিষ্কার, ঘটনায় জড়িত সরকার। এরপরও তারা বলে এগুলো বিএনপির কাজ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেক আলী বাবুর সঞ্চালনায় এবং সভাপতি নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- ঢাকা জেলা বিএনপি সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আসফাক, কেন্দ্রীয় বিএনপি নেত্রী আরিফা সুলতানা রুমা, নাজিমুদ্দিন মাস্টার, এড. শাহিন, মোকাররম হোসেন সাজ্জাদ, কৌশিক আহমেদ জীবন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়