মিয়ানমার ছায়া সরকার ও মার্কিন প্রতিনিধির বৈঠক

আগের সংবাদ

ইএফডির দাম নিয়ে জটিলতা : দোকান নির্ধারণ করবেন ভ্যাট কর্মকর্তারা, বিপাকে পড়বেন ছোট ব্যবসায়ীরা

পরের সংবাদ

মুক্তিযুদ্ধ জাদুঘরে গাইবে শহরতলী

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : দেখতে দেখতে ১৭ বছরে পা দিয়েছে রকব্যান্ড ‘শহরতলী’। গত ৬ অক্টোবর ছিল ব্যান্ডটির জন্মদিন। আর এ উপলক্ষে আগামীকাল ২৯ অক্টোবর একক কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি। ‘শহরতলীর মুক্তি’ শিরোনামে এই কনসার্টে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর। এদিন ব্যান্ডটি তাদের নতুন একটি গানও প্রকাশ করবে। ‘শহরতলী’র বেজিস্ট রাজীব বলেন, সতেরো বছর উপলক্ষেই আমাদের এই কনসার্ট। এদিন সবাইকে উপহার দিতে যাচ্ছি আমাদের তৃতীয় অ্যালবাম ‘এখন এখানে’-এর চতুর্থ গান ‘মুক্তি’। এ গানের চরিত্রটির নাম অমল কান্তি, সে মূলত একজন মুক্তচিন্তার মানুষ, যে শৈশব থেকেই আর দশ জনের চেয়ে আলাদা কিছু হওয়ার স্বপ্ন দেখত; প্রচলিত ধারার ডাক্তার-ইঞ্জিনিয়ার কিছু হতে চায়নি সে, কিন্তু পরিশেষে সামাজিক বাস্তবতা আর দরিদ্রতার কশাঘাত তাকে এমন এক পেশায় নিয়ে দাঁড় করায় যেখান থেকে সে নিজেকে মুক্ত করতে চায়। মূলত কবিতা থেকেই গানটি করা। গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করবে তারা। ইতোমধ্যে মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে। প্রসঙ্গত, ব্যান্ড শহরতলীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামের গেট ওপেন হবে বিকাল ৫টায়।
টিকেট পাওয়া যাচ্ছে অ্যাকোস্টিকা ঢাকা ব্রাঞ্চ ও হেভি মেটাল টি-শার্টের ফার্মগেট ও উত্তরা শাখায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়