মিয়ানমার ছায়া সরকার ও মার্কিন প্রতিনিধির বৈঠক

আগের সংবাদ

ইএফডির দাম নিয়ে জটিলতা : দোকান নির্ধারণ করবেন ভ্যাট কর্মকর্তারা, বিপাকে পড়বেন ছোট ব্যবসায়ীরা

পরের সংবাদ

প্রত্যাহার করা হলো শ্রীনগর থানার ওসিকে

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী গতকাল বুধবার তাকে প্রত্যাহার করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, মুন্সীগঞ্জ নির্বাচন অফিস থেকে নয়, ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো প্রার্থীর অভিযোগ নেই। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে বিধায় তিনি জেলা সদরে গেছেন। প্রত্যাহারের পর তার মানসিক অবস্থা ভালো নেই। তাই কারো ফোন ধরছেন না। আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে শ্রীনগর উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়