মিয়ানমার ছায়া সরকার ও মার্কিন প্রতিনিধির বৈঠক

আগের সংবাদ

ইএফডির দাম নিয়ে জটিলতা : দোকান নির্ধারণ করবেন ভ্যাট কর্মকর্তারা, বিপাকে পড়বেন ছোট ব্যবসায়ীরা

পরের সংবাদ

দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ট্রাকের দীর্ঘ সারি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়। দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েছেন চালকরা। গতকাল সন্ধ্যায় দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় সাড়ে ৪ কি.মি. এবং ঘাট থেকে ১৪ কি.মি. দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পণ্যবাহী ট্রাকের লম্বা সারি দেখা যায়।
এদিকে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অপচনশীল পণ্যবাহী ট্রাক দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থাকতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহনের সঙ্গে শিমুলিয়ায় অতিরিক্ত চাপে জটের তৈরি হয়েছে। এছাড়া এ রুটের ২০ ফেরির মধ্যে চলাচল করছে ১৭টি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়