মিয়ানমার ছায়া সরকার ও মার্কিন প্রতিনিধির বৈঠক

আগের সংবাদ

ইএফডির দাম নিয়ে জটিলতা : দোকান নির্ধারণ করবেন ভ্যাট কর্মকর্তারা, বিপাকে পড়বেন ছোট ব্যবসায়ীরা

পরের সংবাদ

তা র কা লা প : ‘ভালোবাসাকে সঙ্গী করেই বহুদূর যেতে চাই’

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চিত্রনায়িকা কেয়ার ক্যারিয়ার একুশ বছরের। মাঝে-মাঝে বিরতি নিলেও এখনো হারিয়ে যাননি তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত কয়েকটি সিনেমা। এছাড়াও আগামী ৩০ অক্টোবর একুশে টিভিতে প্রচারিত হবে তার অভিনীত একটি নাটক। কথা বললেন তিনি
‘পিরিতের হাট বাজার’ নামের নাটকটি নিয়ে কিছু বলুন…
বেশ আগে নাটকটিতে কাজ করেছিলাম। ৩০ অক্টোবর রাত ১০টায় নাটকটি একুশে টিভিতে প্রচারিত হবে। এটি পরিচালনা করেছেন এ বাবুল।

নাটকে অভিনয়ের ব্যাপারে আপনার আগ্রহ কেমন?
গল্প এবং চরিত্র ভালো হলে আমি নাটকেও কাজ করতে আগ্রহী। কাজ করতে চাই ওয়েব সিরিজ কিংবা ওয়েব ফিল্মেও। আমি মনে করি, এখন যে ধরনের সিরিজ নির্মিত হচ্ছে সে ধরনের সিরিজে নির্মাতারা আমার ওপর ভরসা রাখতে পারবেন।

সিনেমার খবর কী?
আমার হাতে রয়েছে পাঁচটি সিনেমা। ‘ইয়েস ম্যাডাম’, ‘সীমানা’, ‘কথা দিলাম’, ‘বনলতা’ ও ‘মুনাফিক’। এর মধ্যে কয়েকটি সিনেমার কাজ শেষ, কয়েকটি সিনেমারা ডাবিং বাকি। পাঁচটি সিনেমার গল্প নিয়েই আমি দারুণ আশাবাদী। প্রত্যেকটিতে আমার চরিত্র এক কথায় অসাধারণ। আমি নিজে কাজ করে ভীষণ তৃপ্ত। বিশ্বাস করি দর্শকদেরও ভালোলাগবে।

একুশ বছরের ক্যারিয়ার
নিয়ে কিছু বলুন…
একুশ বছরে আমি দর্শকের ভালোবাসায় এগিয়ে চলেছি আগামীর পথে। দর্শকের ভালোবাসাকে সঙ্গী করেই আরো বহুদূর যেতে চাই। আমি কৃতজ্ঞ প্রযোজক-পরিচালকদের প্রতি যারা এখনো আমার ওপর আস্থা রেখে আমাকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন।
বিনোদন প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়