মিয়ানমার ছায়া সরকার ও মার্কিন প্রতিনিধির বৈঠক

আগের সংবাদ

ইএফডির দাম নিয়ে জটিলতা : দোকান নির্ধারণ করবেন ভ্যাট কর্মকর্তারা, বিপাকে পড়বেন ছোট ব্যবসায়ীরা

পরের সংবাদ

কোস্ট গার্ডের অভিযান : রূপসায় ২১৬০ কেজি জেলিযুক্ত চিংড়িসহ আটক ১১

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিসিজি স্টেশন রূপসায় গত ২৬ অক্টোবর রাতে রূপসা টোল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার ১৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি ও ১০ কেজি জেলিপাউডার বহনকারী ২টি ট্রাক ও ১টি পিকআপ জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসব চিংড়ি পরিবহনের সঙ্গে জড়িত ড্রাইভার, হেলপার ও কর্মচারীসহ মোট ১১ জনকে আটক করা হয়। বিজ্ঞপ্তি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপসা, জেলা মৎস্য কর্মকর্তা খুলনা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রাইভার ও হেলপারসহ ছয়জনকে ১ মাসের কারাদণ্ড এবং কর্মচারী পাঁচজনকে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়। জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি ও জেলিপাউডার রূপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয় এবং ট্রাকগুলোকে রূপসা থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়