মিয়ানমার ছায়া সরকার ও মার্কিন প্রতিনিধির বৈঠক

আগের সংবাদ

ইএফডির দাম নিয়ে জটিলতা : দোকান নির্ধারণ করবেন ভ্যাট কর্মকর্তারা, বিপাকে পড়বেন ছোট ব্যবসায়ীরা

পরের সংবাদ

ইরাকে দিয়ালায় জঙ্গি হামলায় নিহত ১১

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের একটি গ্রামে এক নারীসহ ১১ জনকে হত্যা করেছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। গত মঙ্গলবার ঘটনাটি ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির জয়েন্ট অপারেশন্স কমান্ড।
বিবৃতিতে বলা হয়, মুকদাদিয়া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামে ‘নিরস্ত্র বেসামরিক নাগরিকদের’ ওপর হামলাটি চালানো হয়েছে। গত মঙ্গলবার ভোরে নিরাপত্তা ও মেডিকেল কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ওই গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত ও আরো ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, বন্দুকধারীরা কয়েকটি গাড়িতে করে গ্রামটিতে আসে এবং আচমকা হামলা চালায়। হামলায় তারা আধা-স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করে।

ইরাকে ২০১৭ সালে জঙ্গিগোষ্ঠী আইএস পরাজিত হলেও তাদের অবশিষ্ট সদস্যরা দেশটির বিভিন্ন অংশে গেরিলা কায়দায় হামলা অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়