চাকরি দেয়ার নামে প্রতারণা : চালকের সহকারী শাহীরুল এখন কোটিপতি

আগের সংবাদ

তিস্তার তাণ্ডবে লালমনিরহাটে পথে বসেছে হাজারো পরিবার

পরের সংবাদ

বৈশ্বিক জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের ধকল কাটিয়ে বিশ্ববাজারে বেশ চাঙ্গা হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। দফায় দফায় দাম বেড়ে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৮৩ ডলার ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ জ্বালানি তেলের দাম বাড়ল। এতে সাত বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে তেলের দাম।
বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যায় গত বছরের নভেম্বর থেকেই। চলতি বছরের জুন থেকে তেলের মূল্যবৃদ্ধির প্রবণতায় নতুন হাওয়া লাগে। ২০১৮ সালের অক্টোবরের পর গত জুনে করোনার প্রকোপের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত তেলের ব্যারেল ৭৫ ডলারে ওঠে। দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকায় চলতি মাসে সাত বছরের মধ্যে প্রথমবার অপরিশোধিত তেলের ব্যারেল ৮০ ডলার স্পর্শ করে। তথ্য পর্যালোচনায় দেখা যায়, অপরিশোধিত তেলের পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। তবে হান্টিং অয়েলের দাম গত সপ্তাহে কিছুটা কমেছে। অবশ্য মাসের ব্যবধানে হান্টিং অয়েলের দামেও বড় উত্থান হয়েছে। গত এক মাসে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১৪ শতাংশের উপরে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ। আর হান্টিং অয়েলের দাম বেড়েছে প্রায় ১৩ শতাংশ।
গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২৬ ডলার বেড়ে ৮৩ দশমিক ৭৬ ডলারে দাঁড়িয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১ দশমিক ৮০ শতাংশ। মাসের ব্যবধানে বেড়েছে ১৪ দশমিক ২৭ শতাংশ। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম গত সপ্তাহের শেষ কার্যদিবসে ১ দশমিক শূন্য ৫ ডলার বেড়ে প্রতি ব্যারেল ৮৫ দশমিক ৬৬ ডলারে উঠে এসেছে। এতে গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে দশমিক ৯৪ শতাংশ। আর মাসের ব্যবধানে বেড়েছে ১০ দশমিক ৮৯ শতাংশ।
অপরদিকে গত এক সপ্তাহে ১ দশমিক ৩৫ শতাংশ কমে প্রতি গ্যালন হান্টিং অয়েলের দাম ২ দশমিক ৫৩ ডলারে নেমে গেছে। এরপরও মাসের ব্যবধানে হান্টিং অয়েলের দাম ১২ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের প্রকোপ ভয়াবহ রূপ নিলে গত বছরের ২০ এপ্রিল বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দরপতনের মধ্যে পড়ে তেল। সেদিন প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ঋণাত্মক ৩৭ ডলারের নিচে নেমে যায়। রেকর্ড এই দরপতনের পরেই অবশ্য তেলের দাম বাড়তে থাকে।
এতে রেকর্ড দরপতনের ধকল সামলে গত বছরের বেশির ভাগ সময় প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪০ ডলারে আশপাশে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু বিশ্বজুড়ে করোনা সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়া এবং লিবিয়ায় তেল উত্তোলন বৃদ্ধি পাওয়ায় এক সময় বিশ্ববাজারে তেলের বড় দরপতন হয়। অক্টোবরের শেষ সপ্তাহে অপরিশোধিত ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১০ শতাংশ কমে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়