চাকরি দেয়ার নামে প্রতারণা : চালকের সহকারী শাহীরুল এখন কোটিপতি

আগের সংবাদ

তিস্তার তাণ্ডবে লালমনিরহাটে পথে বসেছে হাজারো পরিবার

পরের সংবাদ

নড়াইলে মানববন্ধন : সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নড়াইল প্রতিনিধি : দেশব্যাপী ষড়যন্ত্রমূলক সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার নড়াইল আদালত চত্বরে অসাম্প্রদায়িক নড়াইলবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল জেলা শাখা, বাংলাদেশের ওয়াকার্স পার্টি, নড়াইল জেলাশাখাসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান এড. সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুণ্ডুু, সাধারণ সম্পাদক শরফুল ইসলাম লিটু, বাংলাদেশের ওয়াকার্স পার্টি, নড়াইল জেলা শাখার সভাপতি এড. নজরুল ইসলাম, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন হিরক, জেলা আওয়ামী লীগের সদস্য মো. হাফিজ খান মিলন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুণ্ডু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নড়াইলের সভাপতি মলয় নন্দী, নড়াইল জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এড. কাজী বশিরুল হকসহ অনেকে।

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শিক্ষক, আইনজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবীসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়