শাহজালাল বিমানবন্দর : পাকস্থলীতে করে ইয়াবা পাচারের সময় গ্রেপ্তার ১

আগের সংবাদ

নেতৃত্বের দ্বন্দ্বে বাড়ছে সহিংসতা

পরের সংবাদ

শূন্যতা

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শূন্যতা এসে পাশে দাঁড়িয়ে বললো
এই যে কী ভাবছো?
বললাম কিছুই না!
আবারো বললো কিছু তো বটেই।
হেসে শূন্যতাকে বললাম না না তেমন কিছু নয়
ওই যে দূরের গাছগুলো শক্ত মেরুদণ্ডে দাঁড়িয়ে
আছে, ওদের দেখছি।
শূন্যতা বললো শুধুই কি তাই? আর কিছু নয়?
কিছুক্ষণ নীরব থেকে দূরের দিকে অপলক চেয়ে
আবারো বললাম হ্যাঁ আছে, আরো কিছু আছে।
শূন্যতা বললো কি আছে?
বললাম একাকিত্বের সংগ!
শূন্যতা অবাক চেয়ে বললো, মানে! একাকিত্বের
আবার সংগ হয় নাকি?
বললাম হুম, খুব হয়।
এই একাকিত্বেরও একটা নিঃস্বার্থ সংগ আছে।
এই নিঃস্বার্থ সংগটা কী? তা জানো?
তা হলো ভাবনা, চিন্তা, আর কল্পনা।
শূনতা অবাক চেয়ে বললো
তাইতো আমিও বাঁচি তোমাতে তুমি কী তা জানো?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়