শাহজালাল বিমানবন্দর : পাকস্থলীতে করে ইয়াবা পাচারের সময় গ্রেপ্তার ১

আগের সংবাদ

নেতৃত্বের দ্বন্দ্বে বাড়ছে সহিংসতা

পরের সংবাদ

বাবার সঙ্গে ছবি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

অফুরন্ত করোনা সময় ছিল হাতে
তাই পুরনো অ্যালবাম ঘেঁটে
খুঁটে খুঁটে দেখছিলাম পঞ্চাশ বছর।

কত ছবি কত হাসি স্মৃতির আকাশ
স্কুল কলেজ মেডিকেল ছাত্রাবাস,
ফুলহাতা, কেওড়া নদীর বাঁক ঘুরে ঘষিয়াখালী,
হঠাৎ একঝাঁক বালিহাঁস পাখনা মেলে
পাল তোলা নৌকার মতো সাঁতার কেটে
দড়াটানা নদীর জলমগ্ন লঞ্চঘাট
নেমে পড়ি স্বপ্নময় বাগেরহাট।

কখনো ছবি দেখি বাঁশঝাড় অসাড়
হয়ে থাকে পূর্ণিমার চাঁদ নিয়ে মাথায়,
ফিকে হয়ে আসা সাদাকালো ছবির ফ্রেম
বহুকাল আগের প্রথম প্রেম যেমন
খসখসে কাগজ হয়ে লুকায় বুকের খাঁচায়।

তারপর ফিরে গেছি বারবার বাবার বাড়ি
ধানক্ষেত, পাটক্ষেত, খালবিল, নাড়ি
নক্ষত্র ঘেঁটে ছবি তুলেছি সস্তা ক্যামেরায়।
কখনো বন্ধুর মুখ, কখনো মা, ভাইবোন
আপনজন বন্দি করেছি ফিল্মের ফিতায়।

তারপর আবার ফিরেছি স্বপ্নের ঢাকায়
রমনা পার্ক, চিড়িয়াখানা, শালবন ছায়ায়
সঙ্গী করেছি তাকে, ছন্দহীন কবিতার
অবয়ব জুড়ে যে বুনে গেছে প্রেমের সনেট।

আরো পরে ছোট ছোট স্নেহময় নতুন মুখ, সদা হাস্যময় নতুন জীবন আনন্দে পূর্ণ
অ্যালবামের পাতা জুড়ে শুধু ছবির বাজার।

তবু কেমন এক শূন্যতা ভর করে মনে
পৃথিবীর বাবা দিবসে, কত ছবি কত হাসি সারা অ্যালবাম জুড়ে,
মা আছে, পুত্র আছে, আছে জায়া কন্যা
শুধু বাবার সঙ্গে একটি যুগল ছবি
কোথাও খুঁজে পেলাম না।

দীর্ঘশ্বাস ছুটে যায় বাঁশঝাড় অসাড়
পড়ে রয় পূর্ণিমার চাঁদ মাথায়
এক মুঠি মাটির মায়ায় বাবার কবর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়