রাশিয়ার একাতেরিনবার্গে ভেজাল মদপানে মৃত্যু ১৮

আগের সংবাদ

মরুর বুকে গতির ঝড় অব্যাহত

পরের সংবাদ

মেঘনায় ট্রলারডুবি : ৬ জনকে জীবিত ও শিশুর লাশ উদ্ধার করল কোস্ট গার্ড

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ভোলা জেলার দক্ষিণ আইচা থানাধীন মেঘনা নদীর চর ফাতিলা এলাকায় গত রবিবার যাত্রী ও মালবাহী একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার ৯ জন যাত্রীসহ ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট চরমানিকা হতে একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ছয়জন যাত্রীকে জীবিত এবং শিশু মো. জুনায়েদ হোসেনের (২) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো দুজন যাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন ভোলা জেলার দক্ষিণ আইচা থানাধীন মুজিবনগর এলাকার মো. স্বপন (২৬) ও তার মা মোছা. বিলকিছ বেগম (৫০)। বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়