রাশিয়ার একাতেরিনবার্গে ভেজাল মদপানে মৃত্যু ১৮

আগের সংবাদ

মরুর বুকে গতির ঝড় অব্যাহত

পরের সংবাদ

মেঘনায় ট্রলারডুবি : প্রতিকূল আবহাওয়ায় শুরু হয়নি উদ্ধার অভিযান

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : আকস্মিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে গেছে। গতকাল সোমবার প্রতিকূল আবহাওয়ার কারনে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি ডুবুরিদল। রবিবার দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলা এলাকার মেঘনা নদীতে ৯ জন যাত্রী নিয়ে মালবোঝাই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এক শিশু নিহত এবং ২ জন নিখোঁজ রয়েছেন বলে সূত্রে জানা গেছে। চরমানিকা আউটপোস্ট কোস্ট গার্ড কমান্ডার এম ওয়ালিউল্লাহ জানান, দুপুরে চর পাতিলা থেকে মালবোঝাই ট্রলারে করে ৯ জন যাত্রী চর কচ্ছপিয়া ঘাটে আসার সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুনায়েদ (৩) নামে এক শিশুকে মৃত এবং ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার টিমের নেতৃত্বদানকারী কোস্ট গার্ড এল এস আবদুল্লাহ আল মামুন জানান, পানির তীব্র স্রোত ও উত্তাল ঢেউয়ের কারণে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়