রাশিয়ার একাতেরিনবার্গে ভেজাল মদপানে মৃত্যু ১৮

আগের সংবাদ

মরুর বুকে গতির ঝড় অব্যাহত

পরের সংবাদ

টাইগারদের আজ বাঁচা-মরার লড়াই, প্রতিপক্ষ ওমান

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে গ্রুপ ‘বি’তে নিজেদের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে স্কটল্যান্ডের বিপক্ষে হেরেছে টাইগাররা। লাল-সবুজের প্রতিনিধিরা স্কটিশদের বিপক্ষে হেরে যাবে তা হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি। ভাববেই বা কেন? বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জেতে তারা। সেখানে স্কটল্যান্ড বাংলাদেশের সঙ্গে কি আর করবে? কিন্তু ক্রিকেট মানেই অঘটন। সে অঘটনের শিকার হয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। আর তাই এখন সমীকরণের কঠিন মারপ্যাঁচে পড়ে গেছেন তারা।
আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে লড়বে টাইগাররা। ওমানের মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপের সুপার টুয়েলভে যেতে হলে বাংলাদেশকে ওমানের বিপক্ষে ম্যাচটিতে অবশ্যই জয় পেতে হবে। যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে টাইগারদের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাবে বাছাইপর্বেই। ওমান নিজেদের

প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয়। ফলে তারা এখন বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে যাচ্ছে নির্ভার হয়ে। প্রথম ম্যাচ হারায় বাংলাদেশের ওপর চাপ বাড়ছে। কিন্তু ওমানের বিপক্ষে নিজেদের খেলা শেষ ম্যাচটির কথা মনে করলে বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই।
ওমানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ একবারই মুখোমুখি হয়েছে। সেটি ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে। ভারতের ধর্মশালায় হওয়া সে ম্যাচটিতে তামিম ইকবালের অনবদ্য সেঞ্চুরির সুবাদে বাংলাদেশ ১৮০ রান করে। তবে বৃষ্টির কারণে ওভার কমিয়ে দিয়ে ১২ ওভারে ওমানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১২০। সে ম্যাচটিতে ওমান মাত্র ৬৫ রান করেই গুটিয়ে যায়। ফলে বাংলাদেশ পায় ৫৪ রানের বড় ব্যবধানের জয়।
‘বি’ গ্রুপে বাংলাদেশ হলো সবচেয়ে শক্তিশালী দেশ। টাইগাররা সহজেই বাছাইয়ের বাঁধা টপকে যাবে এমনটি মনে করা হলেও তারা স্কটিশদের বিপক্ষে হোঁচট খেয়ে যায়। এখন তাই বাংলাদেশের সুপার টুয়েলভে যাওয়ার ব্যপারটি একটু জটিল হয়ে গেছে।
সবার আগে আজ বাংলাদেশকে ওমানের বিপক্ষে জয় তুলে নিতে হবে। এরপর আসবে পরিসংখ্যানের ব্যাপার। আজই বিকাল ৪টায় পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলতে নামবে স্কটল্যান্ড। যদি স্কটিশরা পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় তুলে নেয় তাহলে তারা সুপার টুয়েলভের পথে তারা সবার চেয়ে এগিয়ে যাবে।
আগামী ২১ অক্টোবর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। অপরদিকে ওমানের মুখোমুখি হবে স্কটল্যান্ড। এদিন বাংলাদেশ নিউগিনির বিপক্ষে জয় পেলে আর স্কটল্যান্ড ওমানকে হারিয়ে দিলে সুপার টুয়েলভে যাবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। এজন্য আজ বাংলাদেশের সমর্থকরা টাইগারদেরও সমর্থন করবে আবার চাইবে যেন স্কটল্যান্ড পাপুয়া নিউগিনিকে হারিয়ে দেয়।
এখন স্কটল্যান্ড যদি পাপুয়া নিউগিনির বিপক্ষে হেরে যায় আবার শেষ ম্যাচে ওমানের বিপক্ষেও হেরে যায় তাহলে তাদের বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু স্কটল্যান্ড যদি শেষ ম্যাচে আবার ওমানকে হারিয়ে দেয় তাহলেও কোনো সমস্যা হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়