রাশিয়ার একাতেরিনবার্গে ভেজাল মদপানে মৃত্যু ১৮

আগের সংবাদ

মরুর বুকে গতির ঝড় অব্যাহত

পরের সংবাদ

আখাউড়ায় মন্দিরে মন্দিরে স¤প্রীতি কমিটি

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ১৯টি মন্দিরে স¤প্রীতি কমিটি গঠন করা হয়েছে। পুলিশ প্রশাসনের উদ্যোগে এসব কমিটি গঠন করা হয়। এসব কমিটিতে এলাকার জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, ছাত্র, শিক্ষকসহ সমাজসেবকদের স্থান দেয়া হয়েছে। গতকাল সোমবার সকালে পুলিশ কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করে।
এদিকে রবিবার রাতে আখাউড়া পৌর শহরের রাধানগর রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স¤প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে ও ওসি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, রাধানগর টেকনিক্যাল ইসলামিয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. নাছির উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফোকরান খলিফা , রাধানগর রাধামাধক আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, সাংবাদিক দুলাল ঘোষ, জুটন বনিক, উপজেলা যুবলীগ নেতা রাজেশ সাহা প্রমুখ।
আখাউড়া থানার পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আখাউড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত রয়েছে। এখানে একই আঙিনায় মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দির রয়েছে।
এবারের দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশ জাঁকজমকভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করেছেন। তিনি আরো বলেন, বর্তমান সময়ে এখানকার সা¤প্রদায়িক স¤প্রতি বজায় রাখতেই সবার অংশগ্রহণে স¤প্রীতি কমিটিগুলো গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়