এ মাসের ১৫ দিনে ডেঙ্গু রোগী ছাড়ালো ৩ হাজার

আগের সংবাদ

ভস্মীভূত হিন্দুপল্লীজুড়ে আতঙ্ক : মূল হোতাসহ ৪৬ জন গ্রেপ্তার, থানায় দুই মামলার প্রস্তুতি, প্রতিবাদে রংপুরে বিক্ষোভ > সাম্প্রদায়িক হামলা

পরের সংবাদ

পোকা দমনে জনপ্রিয়তা বাড়ছে পার্চিং পদ্ধতির

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গৌতম সরকার, কাউনিয়া (রংপুর) থেকে : উত্তরের জেলা রংপুরের কাউনিয়া উপজেলায় ধানক্ষেতে ক্ষতিকর পোকা দমনে কীটনাশকের পরিবর্তে এখন জনপ্রিয় হয়ে উঠছে ক্ষেতে লাইফ ও ডেড পার্চিং পদ্ধতি ধইঞ্চা গাছ ও কঞ্চি গাড়া।
উপজেলা কৃষি বিভাগের পরামর্শে কৃষক ধানের জমিতে ধইঞ্চা গাছ, গাছের ডাল, খুঁটি, বাঁশের কঞ্চি পুঁতে এ পদ্ধতির বাস্তবায়ন করছে। সেগুলোর উপর বিভিন্ন পাখি বসে ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফেলছে। পরিবেশবান্ধব এ পার্চিং পদ্ধতিতে ব্যয় নেই, উপকার বেশি; তাই জনপ্রিয়তা পেয়েছে এ পদ্ধতি। অনেক কৃষক আমন ফসলের ক্ষেতে কীটনাশক পরিহার করে পোকা দমনে সহজ ও লাভজনক পার্চিং পদ্ধতি ব্যবহার করছেন।
সূত্র জানায়, এ বছর কাউনিয়া উপজেলায় ১১ হাজার ৪৬০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। বর্তমানে তাদের রোপণকৃত ধান গাছে শিষ বের হতে শুরু করেছে। এলাকায় মাঠ জুড়ে এখন সবুজে ছেয়ে গেছে। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফসলের মাঠ দেখে কৃষকদের মনে এনে দিয়েছে প্রশান্তি। সূত্র জানায়, পার্চিং সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। ডেড পার্চিং ও লাইভ পার্চিং। মরা ডালপালা পুঁতে দিলে তা হবে ডেড পার্চিং আর জীবন্ত ধইঞ্চার ডাল জমিতে লাগিয়ে দিলে তা হবে লাইভ পার্চিং। এসব ব্যবহারে শালিক, বুলবুলি, ফিঙ্গেসহ বিভিন্ন ধরনের পোকাখাদক পাখি ক্ষেতের পার্চিংয়ের উপরে বসে। সেখান থেকে উড়ে উড়ে গিয়ে ক্ষতিকারক পোকা ও পোকার ডিম খেয়ে ফেলে। এতে কীটনাশক ছাড়াই পোকার আক্রমণ থেকে ধান ক্ষেত রক্ষা পাচ্ছে।
এছাড়া পরিবেশের সৌন্দর্যের পাশাপাশি ধান উৎপাদন বেড়ে যাচ্ছে কয়েকগুণ। কাউনিয়া উপজেলার ছয়টি ইউনিয়নে প্রায় ৯ হাজার হেক্টর জমিতে পার্চিং পদ্ধতি ব্যবহার করছেন কৃষকরা।
গঁদাই গ্রামের ধানচাষি শাহজাহান, পূর্বচান্দঘাট গ্রমের আবুল কালাম, শিবু গ্রামের মেজহারুল, বল্লভবিষু গ্রামের আজিজার রহমান জানান, এবার তাদের জমিতে ধান সবুজ ও সতেজ হয়ে উঠেছে। তারা ক্ষেতে পার্চিং পদ্ধতি করেছেন। আর কিছুদিনের মধ্যেই তাদের স্বপ্ন সোনালি ফসল তাদের গোলায় তুলবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ পারভীন জানান, এলাকার কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণসহ নানাভাবে পার্চিং পদ্ধতির উপকারিতা সম্পর্কে জানানো হচ্ছে। ফলে তারা এবার বেশির ভাগ জমিতে এ পদ্ধতি ব্যবহার করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়