গুলিস্তানে বাস উল্টে ২ কাবাডি খেলোয়াড় আহত

আগের সংবাদ

মণ্ডপে হামলার নেপথ্যে কারা

পরের সংবাদ

লিংকডইন সেবা বন্ধের ঘোষণা মাইক্রোসফটের

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ফেসবুক ও টুইটারের মতো মার্কিন সোস্যাল জায়ান্টটি অনেক আগেই স্থায়ীভাবে ব্লক করেছে চীন। গুগলও ২০১০ সালে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। এবার চীন থেকে লিংকডইন সেবা গুটিয়ে নিচ্ছে মাইক্রোসফট করপোরেশন। চালু করার প্রায় সাত বছরের মাথায় ইন্টারনেট খাতে চীন সরকারের অব্যাহত চাপের মুখে দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নেয় মার্কিন সফটওয়্যার জায়ান্টটি। স¤প্রতি এক ব্লগ পোস্টে লিংকডইন জানায়, চলতি বছরের শেষভাগে লিংকডইনের বর্তমান প্লাটফর্মটির জায়গায় আসবে ‘ইনজবস’ নামের একটি অনাড়ম্বর সংস্করণ। এতে কোনো সোস্যাল ফিড বা শেয়ার অপশন থাকবে না; শুধু চাকরির পোস্টের ওপরই জোর দেবে নতুন সাইটটি। যদিও আমরা চীনের ব্যবহারকারীদের চাকরি ও আর্থিক সুযোগ খুঁজতে সহযোগিতায় সাফল্য পেয়েছিলাম, শেয়ারিং এবং অবগত থাকার মতো সামাজিক দিকগুলো নিয়ে একই রকমের সাফল্য পাইনি আমরা। এ ছাড়াও কাজের পরিবেশ বিবেচনায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছি আমরা, চীন সরকারের চাহিদাও বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের বাজারে লিংকডইনের উপস্থিতি বিশেষজ্ঞদের জন্য অনেক দিক থেকেই কৌতূহল উদ্দীপক। চীনের বাজার কঠোরভাবে সরকার নিয়ন্ত্রিত; ইউটিউব, ফেসবুক ও টুইটার নিষিদ্ধ দেশটিতে। এমন পরিস্থিতিতে কঠোরভাবে নিয়ন্ত্রিত ইন্টারনেটে একটি পশ্চিমা সোস্যাল মিডিয়া অ্যাপ পরিচালনার মডেল হিসেবে বিবেচিত হতো লিংকডইন। ২০১৪ সালে চীনের বাজারে লিংকডইনের যাত্রা শুরু। চীনের নীতিমালার সঙ্গে তাল মেলাতে ব্যবহারকারীদের কিছু কনটেন্টে যে নিজস্ব প্লাটফর্মে সেন্সর করতে হবে, সেই বিষয়টি ওই সময়েই স্বীকার করেছিল প্রতিষ্ঠানটি। কনটেন্ট থেকে শুরু করে ক্রেতার প্রাইভেসিসহ বিভিন্ন বিষয়ে নীতিমালায় পরিবর্তন আনার মাধ্যমে ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলোর ওপর নানাভাবে চাপ বাড়িয়েছে চীন সরকার। বিভিন্ন প্লাটফর্ম সমাজতান্ত্রিক মূল্যবোধের প্রচারে আরো সক্রিয় হবে এমন চাহিদার কথাও তুলেছে চীন সরকার। লিংকডইনের তৃতীয় বৃহৎ বাজার ছিল চীন। গত জুলাইয়ে মাইক্রোসফট সিইও সত্য নাদেলা জানান, বার্ষিক ১ হাজার কোটি ডলার আয় করছে লিংকডইন। সূত্র : টেক টাইমস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়