গুলিস্তানে বাস উল্টে ২ কাবাডি খেলোয়াড় আহত

আগের সংবাদ

মণ্ডপে হামলার নেপথ্যে কারা

পরের সংবাদ

এআই প্রযুক্তিতে চীন থেকে পিছিয়ে গেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে চীন থেকে পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে দেশটি বৈশ্বিক আধিপত্যের দিকে অগ্রসর হচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন পেন্টাগনের সাবেক সফটওয়্যার প্রধান নিকোলাস চ্যাইলান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা পর্যালোচনা থেকে ধারণা করা যাচ্ছে, দেশটি আগামী এক দশকে কৃত্রিম বুদ্ধিমত্তা, সিন্থেটিক জীববিজ্ঞান ও জেনেটিকসের ওপর প্রভাব ফেলবে। পেন্টাগনের সাবেক সফটওয়্যার কর্মকর্তা নিকোলাস বলেন, প্রযুক্তির দৌঁড়ে চীন এগিয়ে গিয়েছে কথাটি প্রতিষ্ঠিত সত্য। আগামী ১৫-২০ বছরে যুক্তরাষ্ট্র এ দৌঁড়ে আরো পিছিয়ে পড়বে। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় পিছিয়ে পড়ায় দেশ ঝুঁকিতে পড়ে গেছে। চীনা কোম্পানিগুলো প্রযুক্তির উদ্ভাবনের ক্ষেত্রে নিজ দেশের সরকারের সঙ্গে কাজ করছে। নৈতিকতার বাইরে গিয়ে তারা কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতা অর্জনে বিপুল বিনিয়োগ করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়