ধর্ষণের মামলা থেকে রক্ষা পেতে ছাত্রলীগ নেতার বিয়ে

আগের সংবাদ

বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী : খাদ্যের অপচয় কমাতে হবে

পরের সংবাদ

পূজামণ্ডপে দেশি শিল্পীদের গান

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি নতুন গান প্রকাশ হয়েছে দেশের সংগীতাঙ্গনে। তবে আগের মতো আর অ্যালবাম নয়, সব গানই প্রকাশ হয়েছে ইউটিউব চ্যানেলে সিঙ্গেল ট্র্যাকে। এসব নতুন গান উৎসবের আমেজকে আরো রঙিন করে তুলেছে। সংগীত সংশ্লিষ্টরা বলছেন, একটা সময় পূজায় দেশের সব মণ্ডপে বাজত ভারতীয় গান। এখন অনেকটা পরিবর্তন এসেছে। এখন দেশের শিল্পীদের গানে মণ্ডপে উৎসবে মেতেছে সবাই। ‘জয় জয় দুর্গা মায়ের জয়’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন বিপ্লব সাহা, হৈমন্তী রক্ষিত দাস, কর্ণিয়া ও স্বপ্নীল সজীব। গানটির কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী ও উজ্জ্বল সিনহা। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। ভিডিও নির্মাণ করছেন উজ্জ্বল রহমান। ভিডিওতে অংশগ্রহণ করছেন নানা ক্ষেত্রের শতাধিক শিল্পী। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মূল ভাবনা, সার্বিক তত্ত্বাবধান এবং প্রযোজনা করেছেন বিপ্লব সাহা। তিনি বলেন, ‘প্রতি বছরই পূজায় ভারতীয় গান বাজে আমাদের মণ্ডপে মণ্ডপে। আমরা চেয়েছি, আমাদের দেশের গান বাজুক। সেই ভাবনা থেকেই বড় ক্যানভাসে এই গানটা করার চেষ্টা করেছি।’ সুমন কল্যাণ প্রকাশ করেছেন ‘জয় মা’। গানটি প্রকাশ হয়েছে অগ্নিবীণার ইউটিউব চ্যানেলে। কণ্ঠ দিয়েছেন সন্দীপন ও মৌমিতা বড়ুয়া। সুমন কল্যাণ বলেন, ‘পূজার প্রথম দিবসে আমরা প্রার্থনা করি আর দ্বিতীয় দিবসে করি আরতি বা আনন্দ। আমি প্রার্থনা পর্যায়কে সামনে রেখেই কাজটি করেছি।’ দেশের ১০ জন সংগীত শিল্পী গেয়েছেন ‘জয় দুর্গা মা’ শিরোনামের একটি গান। প্রকাশ করেছে গানছবি এন্টারটেইনমেন্ট। কথা লিখেছেন কেশব রায় চৌধুরী। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, পিন্টু ঘোষ, চন্দন সিনহা, অবন্তী সিঁথি, সুকন্যা মজুমদার ঘোষ, কিশোর দাস, কেশব রায় চৌধুরী ও বাঁধন সরকার পূজা। পূজায় সমরজিৎ রায় প্রকাশ করেছেন দুটি নতুন গান। এর একটির শিরোনাম ‘পুজোর ঢাক’ এবং অন্যটি ‘শরৎ প্রভাতে’। সমরজিৎ রায় বলেন, ‘এবারের পূজায় দুই ধাঁচের দুটি গান তৈরি করেছি। প্রিয়াংকা গোপ আর আমার গাওয়া মহালয়ার গান ‘শরৎ প্রভাত’। আর ‘পুজোর ঢাক’ গানটি একেবারেই তালের একটি গান, যা পূজামণ্ডপে শুনলে গানটির তালে তালে নাচতে ইচ্ছে করবে।’ পূজায় প্রকাশ পেয়েছে সিঁথি সাহার গাওয়া ‘গড়েছি মা’ শিরোনামে গানটি। উৎসবে আমেজে এ গানের ভিডিও নির্মিত হয়েছে। প্রকাশের পর গানটি দেশের বিভিন্ন মণ্ডপে মণ্ডপে বাজছে বলে জানান সিঁথি। এই শিল্পী বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে তার এ গানটি বাজছে। একাধিক ভক্ত মেসেঞ্জারে সেই দৃশ্য ধারণ করে পাঠিয়েছেন। রঙ্গন মিউজিকের ব্যানারে সিঁথি সাহার পূজার এই গানটি নির্মিত হয়েছে। গানটি লিখেছেন জামাল হোসেন, সুর সংগীত করেছেন উজ্জ্বল সিনহা, ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। ভিডিওচিত্রে কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার কণ্ঠে ‘আসছে মা দুর্গা’ শিরোনামে পূজার একটি গান প্রকাশিত হয়েছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন অনন্য মামুন। সঙ্গীতশিল্পী মুন পূজায় বিজয়ার গান নিয়ে হাজির হয়েছেন। তরঙ্গ ইলেক্ট্রো ইউটিউব থেকে তার ‘বিজয়ার গান’ নামের গানচিত্র প্রকাশ হয়েছে। মুরাদ নূরের সুরে, মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে গানটি লিখেছেন সত্যজিৎ কুরি। সংগীতশিল্পী আকাশ সেন ও নুসরাত প্রকাশ করেছেন ‘শারদীয়া মা’ শিরোনামের একটি গান। নুসরাত জাহানের লেখা গানটির সুর ও সংগীত করেছেন সোহেল রাজ। গানটি শেখর মাল্টিমিডিয়া প্রকাশ করেছে।
:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়