সারাদেশে পূজামণ্ডপে হামলা : চাঁদপুরে সংঘর্ষে নিহত ৩

আগের সংবাদ

বিশ্বকাপে বাংলাদেশের টার্গেট কী? প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ-সাকিবের মাঠে নামা নিয়ে দোটানা

পরের সংবাদ

হাতিয়া উপকূল : মাছ শিকার বন্ধ থাকায় জাল বুনছেন জেলেরা

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে গত ৪ অক্টোবর থেকে ২২ দিন ধরে? নদীতে সব ধরনের মাছ শিকার বন্ধ ঘোষণা করেছে সরকার। এতে হাতিয়া উপকূলীয় মেঘনা নদী এখন জনশূন্য।
কিছু দিন আগেও যেখানে শত শত মাছ ধরা নৌকা ও ট্রলার চলাচল করেছে সব যেন কোথায় উধাও হয়ে গেছে। জেলেরা এখন বাড়িতে বসে বেকার সময় কাটাচ্ছেন। আবার কেউ কেউ এ সময় কাটাছেঁড়া জাল বুনে নিচ্ছেন। সরজমিন ঘুরে দেখা গেছে, উপজেলা প্রশাসনের কঠোর নজরদারির কারণে কোনো জেলেরা নদীতে মাছ শিকারে নামতে সাহস পাচ্ছেন না ।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলেন, সরকার ঘোষিত এ ২২ দিন যাতে? জেলেরা মাছ শিকার করতে নদীতে না নামেন সেজন্য আগে থেকে একাধিক সভা-সমাবেশ করে তাদের সচেতন করা হয়েছে। অপরদিকে জেলেদের জন্য সরকারি ত্রাণ সাহায্য রয়েছে। এছাড়া নদীতে আমাদের টহল অভিযান অব্যাহত থাকায় হাতিয়া উপকূলীয় মেঘনা নদী এখন জেলেশূন্য হয়ে পড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়