সারাদেশে পূজামণ্ডপে হামলা : চাঁদপুরে সংঘর্ষে নিহত ৩

আগের সংবাদ

বিশ্বকাপে বাংলাদেশের টার্গেট কী? প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ-সাকিবের মাঠে নামা নিয়ে দোটানা

পরের সংবাদ

সদরপুরে সাত জেলে আটক জাল জব্দ

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : সদরপুর উপজেলায় ইলিশ সংরক্ষণে পদ্মা ও আড়িয়াল খাঁ নদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জেলেকে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আদালত বসিয়ে মুচলেকা নিয়ে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করে নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ১০ কেজি মা-ইলিশ আমিরাবাদ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়