সারাদেশে পূজামণ্ডপে হামলা : চাঁদপুরে সংঘর্ষে নিহত ৩

আগের সংবাদ

বিশ্বকাপে বাংলাদেশের টার্গেট কী? প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ-সাকিবের মাঠে নামা নিয়ে দোটানা

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দাবা লীগ

পাবনা প্রতিনিধি : শেষ হলো মুজিব শতবর্ষ উপলক্ষে পাবনা জেলা পুলিশের আয়োজনে রেটিং পদ্ধতিতে চার দিনব্যাপী রেটিং দাবা লীগ খেলা। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ লাইন্সের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। খেলায় চ্যাম্পিয়ন হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব পাবনা ও রানারআপ হয় ঈশ্বরদী দাবা দল। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহম্মদ মহিবুল ইসলাম খান। এ সময় প্রেস ক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য রাশেদ হোসেন ফারুক রনী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : জেলা পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার জেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এতে সম্মানীত অতিথি ছিলেন সংসদ সদস্য জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মো. গোলাম মোস্তফা সভাপতিত্বে ও সদস্য নুরুল আবছার আপনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ফেনীর পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়েজুল কবির প্রমুখ।

প্রতিষ্ঠাবাষির্কী

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার আনন্দ র‌্যালি শেষে রাতে ব্যাংকপাড়া আ.লীগ কার্যালয় উপজেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক ফজলুল হক মনি, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালম আজাদ, শ্রমিক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলফু তালুকদার, যুবলীগ নেতা শাহীন মিয়া নবী, ছাত্রলীগ নেতা নাজমুল মুন্না, শ্রমিক লীগ নেতা নাসির জমাদ্দার, ইসমাইল হোসেন, আসলাম জামদ্দার, শাহ আলম শিকদার প্রমুখ।

ফুটবল টুর্নামেন্ট
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের শাইলধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে মঙ্গলবার ইয়ং স্টার স্পোটিং ক্লাবের উদ্যোগে ২৪ ইঞ্চি এলইডি টিভি দ্বিতীয় রাউন্ড মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় নিজবানাইল আলোর সন্ধান স্পোটিং একাদশ বনাম হারাকান্দি ফুটবল একাদশ অংশ গ্রহণ করেন। খেলা শেষে হারাকান্দি ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে নিজবানাইল আলোর সন্ধান স্পোটিং ক্লাব বিজয়ী লাভ করে। খেলা শেষে দর্শকদের উদ্দেশে বক্তব্য রাখেন- মিনি ফুটবল টুর্নামেন্টে পরিচালনা কমিটির সভাপতি আরিফুল ইসলাম পলাশ, সদস্য রুস্তম আলী, স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল হাকিম, সমাজসেবক রতন মিয়া, শাহজাহান ভূঁইয়া, সাবেক মেম্বার বিলাল মিয়া, জসিম উদ্দিন সরকার প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়