সারাদেশে পূজামণ্ডপে হামলা : চাঁদপুরে সংঘর্ষে নিহত ৩

আগের সংবাদ

বিশ্বকাপে বাংলাদেশের টার্গেট কী? প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ-সাকিবের মাঠে নামা নিয়ে দোটানা

পরের সংবাদ

মেসি-নেইমারকে পাচ্ছে না পিএসজি

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ফরাসি জায়ান্ট পিএসজি আগামীকাল থেকে ফের মাঠে নামছে। আন্তর্জাতিক বিরতি শেষে পুরো ইউরোপে আজ থেকে শুরু হচ্ছে ক্লাব ফুটবল। তাদের প্রতিপক্ষ হলো অসি। তবে এ ম্যাচে মেসি, নেইমার- এ দুই বড় তারকাকে পাচ্ছে না পিএসজি। কারণ তারা দুজন আজ ভোরে নিজ দেশের হয়ে লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলেন। লিওনেল মেসির আর্জেন্টিনা খেলতে নামে পেরুর বিপক্ষে। অন্যদিকে নেইমারের ব্রাজিল খেলতে নামে উরুগুয়ের বিপক্ষে।
এখন লিগ ওয়ানে খেললে মেসি ও নেইমার দুজনকেই ২৪ ঘণ্টার মধ্যে দুটি ম্যাচ খেলতে হতো। যা কোনোভাবেই সম্ভব নয়। এখন যদি ক্লাবের হয়ে খেলতে হতো, তাহলে নিজ দেশের খেলাকে বিসর্জন দিতে হতো তাদের। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বর্তমানে লিগ ওয়ানে পিএসজি আছে সবার শীর্ষে। ৯ ম্যাচ খেলে আট ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। হেরেছে একটি ম্যাচে। সেটিও আন্তর্জাতিক বিরতি শুরু হওয়ার আগে। সেবার তারা খেলতে নামে রেঁনের বিপক্ষে। অপ্রত্যাশিতভাবে পিএসজি রেঁনের বিপক্ষে হেরে যায়। তবে যেহেতু আগের আটটি ম্যাচের সবগুলোতে তারা জয় তুলে নিয়েছিল ফলে এখন ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে। দ্বিতীয় স্থানে আছে লেন্স। তারা ৯ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ফলে পিএসজির নিজেদের শীর্ষস্থানটি নিয়ে তেমন চিন্তা নেই। মানে অসির বিপক্ষে ম্যাচে মেসি-নেইমারদের ছাড়া খেলে যদি তারা খারাপ পারফরম্যান্স করে, তাতেও সমস্যা নেই। কারণ তাদের শীর্ষস্থানটির কোনো নড়চড় হবে না।
পিএসজির মূল ভাবনা হলো এখন চ্যাম্পিয়ন্স লিগ। আগামী ১৯ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১টায় জার্মান ক্লাব আর বি লাইপজিগের বিপক্ষে খেলতে নামবে তারা। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। নিজেদের প্রথম ম্যাচে তারা ক্লাব ব্রাগের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ম্যানসিটিকে হারিয়ে দেয় তারা। এখন পিএসজির লক্ষ্য হলো টানা দুটি ম্যাচে জয় তুলে নিয়ে রাউন্ড ষোলোর টিকেট আগেভাগেই পাকাপোক্ত করা। আর বি লাইপজিগের বিপক্ষে পিএসজি খেলতে নামবে নিজ ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে। বলা যায় এখন মেসি ও নেইমার যদি অসির বিপক্ষে ম্যাচের আগের আরো দুদিন আগেও প্যারিসে পৌঁছাতেন, তাতেও হয়তো তাদের এ ম্যাচে খেলাত না। কারণ পিএসজির এখন সবচেয়ে বড় স্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগ। তারা ইউরোপের শ্রেষ্ঠত্বের প্রমাণের প্রতিযোগিতার শিরোপা জয় করতে চায়। আর এ কারণে নিজেদের বড় তারকাদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে প্রায়ই বিশ্রাম দিয়ে থাকে।
এদিকে নিজ দেশের হয়ে খেলতে গিয়ে এবারই প্রথমবার ক্লাবের হয়ে খেলতে পারছেন না, বিষয়টি এমন নয়। কারণ গত মাসেও এমনটি হয়েছিল। আন্তর্জাতিক বিরতিতে নিজ দেশের হয়ে খেলে আসার পর তাদের বিশ্রাম দেয়া হয়েছিল অথবা সময়ের কারণে খেলতে পারেননি। গত মাসে আন্তর্জাতিক বিরতি শেষে ক্লেহমো ফুটের বিপক্ষে খেলতে নামে পিএসজি। তখন দুই বড় তারকা বসেছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়