সারাদেশে পূজামণ্ডপে হামলা : চাঁদপুরে সংঘর্ষে নিহত ৩

আগের সংবাদ

বিশ্বকাপে বাংলাদেশের টার্গেট কী? প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ-সাকিবের মাঠে নামা নিয়ে দোটানা

পরের সংবাদ

নেত্রকোনায় ৫০ ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নেত্রকোনা প্রতিনিধি : পৌরবাসীকে পরিচ্ছন্ননগরী উপহার দিতে এই প্রথম ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছে নেত্রকোনা পৌর কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নেত্রকোনা পৌরসভার উদ্যোগে জেলা শহরের মগড়া নদীর পাড়ে ব্রিজের সঙ্গে জয়ের বাজারের মোড়ে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের আয়োজন করে। অনুষ্ঠানে পৌর মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ও পুলিশ সুপার মো. আকবর আলী কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় পৌর শহরের গুরুত্বপূর্ণ মোড়ে এবং বাজারের ভেতরে বর্জ্য ফেলার জন্য প্রাথমিকভাবে মোট ৫০টি প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে পুরো শহরের সব বাজারে এই ভ্রাম্যমাণ ডাস্টবিন দেয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় মুনসী নদী সংলগ্ন বাজারের সব ময়লা নদীতে না ফেলতে বাজারের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়