সারাদেশে পূজামণ্ডপে হামলা : চাঁদপুরে সংঘর্ষে নিহত ৩

আগের সংবাদ

বিশ্বকাপে বাংলাদেশের টার্গেট কী? প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ-সাকিবের মাঠে নামা নিয়ে দোটানা

পরের সংবাদ

তাইওয়ান : আবাসিক ভবনে আগুনে মৃত ৪৬

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর কাওসিউংয়ে একটি আবাসিক ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বশাসিত দ্বীপটির সরকার। এ ঘটনায় আরো ৪১ জন আহত হয়েছে বলে জানায় তারা। কাওসিউংয়ের ইয়ানচেং জেলার ৪০ বছরের পুরনো ওই ভবনটিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন লাগে। রাতভর আগুনের বিরুদ্ধে লড়াইয়ের পর ভোরের দিকে তা নিয়ন্ত্রণে আসে বলে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
কাওসিউংয়ের দমকল বিভাগ এক বিবৃতিতে জানায়, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনে তল্লাশি চালিয়ে ৪৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ভবনটির একাংশ পরিত্যক্ত ছিল, সেখানে আগে রেস্তোরাঁ, কারাওকে লাউঞ্জ ও সিনেমা হল ছিল বলে জানান মেয়র চেন চি-মাই।
কী কারণে আগুন লেগেছে, কেউ লাগিয়ে দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দ্বীপটির সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়