সারাদেশে পূজামণ্ডপে হামলা : চাঁদপুরে সংঘর্ষে নিহত ৩

আগের সংবাদ

বিশ্বকাপে বাংলাদেশের টার্গেট কী? প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ-সাকিবের মাঠে নামা নিয়ে দোটানা

পরের সংবাদ

এফএসআইবিএল : পাঁচ হাসপাতালে ৩০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

করোনাক্রান্ত মানুষের চিকিৎসার্থে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল) খুলনা অঞ্চলের ৫টি হাসপাতালে ৩০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছে। হাসপাতালগুলোর মধ্যে রয়েছে- ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ ও হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং যশোর জেনারেল হাসপাতাল।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী হাসপাতালসমূহের প্রতিনিধির কাছে অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বরাবরের মতো ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কাজে সাধারণ মানুষের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, খুলনার আঞ্চলিক প্রধান মো. আব্দুর রউফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়