করোনা পরিস্থিতি : শনাক্ত কমলেও প্রাণহানি কিছুটা বেড়েছে

আগের সংবাদ

আতঙ্কিত চট্টগ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা : বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-ভাঙচুর

পরের সংবাদ

শিবগঞ্জের দাইপুখুরিয়া ইউপি : নৌকাকে বিজয়ী করতে মানিককে চান নেতাকর্মীরা

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

আতিক ইসলাম সিকো, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) থেকে : শিবগঞ্জ উপজেলার আসন্ন দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ নেতা যুবরাজ আলম মানিককে নৌকার মাঝি হিসেবে দেখতে চান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও ভোটাররা। তিনি উপজেলা যুবলীগের তথ্য ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক। জানা গেছে, মানিক ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে বেশ আলোচিত হয়েছেন। করোনাকালে কয়েক দফায় দরিদ্র-অসহায় কর্মহীনদের হাতে খাদ্যসামগ্রীসহ নগদ অর্থও তুলে দিয়েছেন তিনি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরে অর্থ সহায়তা দিয়ে সবার কাছে তিনি সুনাম কুড়িয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, দাইপুখুরিয়া হচ্ছে জামায়াত-বিএনপির ঘাঁটি। এখানে আওয়ামী লীগের দলীয় কোন্দলের জন্য প্রতিবারই হেরেছি আমরা। তবে তরুণ নেতা যুবরাজ মানিকের ব্যক্তি ইমেজ ভালো হওয়ায় এবার যদি তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়, তবে দাইপুখুরিয়ায় প্রথমবারের মতো নৌকার জয়ের সম্ভাবনা রয়েছে। যুবরাজ আলম মানিক বলেন, আওয়ামী লীগের হাইকমান্ড চাইলে আমি নির্বাচনে দাঁড়িয়ে দাইপুখুরিয়াকে নৌকার ঘাঁটি বানাতে চায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়