করোনা পরিস্থিতি : শনাক্ত কমলেও প্রাণহানি কিছুটা বেড়েছে

আগের সংবাদ

আতঙ্কিত চট্টগ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা : বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-ভাঙচুর

পরের সংবাদ

তা র কা লা প : ‘ওয়েব প্ল্যাটফর্মটা আন্তর্জাতিক’

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মৌসুমি হামিদ। ছোটপর্দার পাশাপাশি সিমোতেও নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন
এই অভিনেত্রী। সম্প্রতি ব্যস্ত আছেন ওয়েব সিনেমা ‘টেক্কা’র কাজ নিয়ে। ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে।
সাক্ষাৎকার : শাহনাজ জাহান
জন্মদিন কেমন কাটল?
জন্মদিন এখনো কাটছে। এখনো অনেকে শুভকামনা জানাচ্ছেন। এবারের জন্মদিনে আমি বিশেষ কিছু করিনি। বিশেষ এ দিনটিতে সবার ভালোবাসা, দোয়া আমাকে আরো সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে।

প্রথমবার ওয়েব ফিল্মে কাজ করছেন এ প্রসঙ্গে বলুন…
টেক্কা যেহেতু আমার প্রথম ওয়েব সিরিজ, আমাকে ভালো কাজ দিয়েই প্রমাণ করতে হবে, এ ধরনের চিন্তা ছিল। আমি খুব ওয়ার্ক আউট করেছি গল্প পাওয়ার পর। চরিত্রের আচরণ-হাঁটাচলা কেমন হবে, এসব নিয়ে দিনের পর দিন ভেবেছি।
এ ক্ষেত্রে আমাকে অনেক সহযোগিতা করেছে শ্যামল মওলা। সে বলেছে, ‘কিচ্ছু চিন্তা করার দরকার নেই। তুই শুধু অভিনয়টা ঠিকমতো কর।’ এ সিরিজে আমার চরিত্রের নাম ‘মায়া’। খুব কম সংলাপ তার। এর মধ্যেই চরিত্রের বুদ্ধিমত্তা বোঝাতে হবে। ইন্টারনেট ঘেঁটে দেখলাম, যারা বাঁ-হাতি তারা সাধারণত বেশি বুদ্ধিমান হয়। ঠিক করলাম, সিরিজে আমি বাঁ-হাতি হব। কিন্তু খুব কষ্ট হয়েছে এটা করতে।
ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা কেমন?
একেবারেই আলাদা। ওয়েব প্ল্যাটফর্মটা আন্তর্জাতিক। এখন যেভাবে দর্শক ওয়েব কনটেন্ট দেখতে অভ্যস্ত হয়ে গেছেন, তাতে ভালো কাজের গুণাগুণ বিচার করতে পারেন সবাই।
আর আমরা যারা অভিনয় করছি, তাদের ভেতরেও এখন ভালো কাজ করার প্রবণতা তৈরি হয়েছে। এটা খুব ইতিবাচক।

সিনেমায় কাজ করছেন কি?
খুব শিগগিরই হৃদি হকের একটি সিনেমায় দর্শক আমাকে দেখতে পাবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়