করোনা পরিস্থিতি : শনাক্ত কমলেও প্রাণহানি কিছুটা বেড়েছে

আগের সংবাদ

আতঙ্কিত চট্টগ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা : বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-ভাঙচুর

পরের সংবাদ

ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন : মিরসরাইয়ে ১২টিতে বর্তমান চেয়ারম্যান, ৪টিতে নতুন মুখ

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের দলীয় নৌকা প্রতীক ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ১৬ প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌকা প্রতীকের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ১২টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ৪টি ইউনিয়নে নতুন ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়া হয়। এর আগে গত ৩ অক্টোবর উপজেলার ১৬টি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় নৌকা প্রতীক পাওয়ার জন্য দলের ১৩০ জন নেতা আবেদন করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ১৪নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পাওয়া প্রার্থীদের হাতে ১৪ অক্টোবর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম তুলে দেবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়