তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন : পূর্ণ প্যানেলে জয়ী কাজিম-আয়েজ পরিষদ

আগের সংবাদ

যুদ্ধাপরাধ বিচারে স্থবিরতা ; বাকি যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে নিতে সরকারের আগ্রহ নিয়ে সংশয়! ট্রাইব্যুনালেও জনবল সংকট

পরের সংবাদ

শিবালয়ে গণপিটুনিতে এক ডাকাত নিহত

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি : শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বকচর গ্রামে গণপিটুনিতে আতোয়ার রহমান (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছে। ডাকাতদের হামলায় হেমেন্দ্র চক্রবর্তীর ছোট ছেলে অটল চক্রবর্তী, তার স্ত্রী শিপ্রা চক্রবর্তী ও মা গীতা রানী চক্রবর্তী আহত হন। গত সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বকচর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। নিহত আতোয়ার রহমান নয়ন জেলার দৌলতপুর উপজেলার বিনোদপুর গ্রামের সুলতান হোসেনের ছেলে। আহত ডাকাত লিটন মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বকচর গ্রামে ৬/৭ সদস্যের এক ডাকাত দল হানা দেয়। ডাকাতি চলার সময় চক্রবর্তী বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় ডাকাত দলের সদস্যরা লুটের মাল নিয়ে পালাতে চেষ্টা করে। কয়েক জন পালিয়ে যেতে পারলেও দুজনকে গ্রামবাসী ধরে গণপিটুনি দেয়। এতে এক ডাকাত সদস্য নিহত ও অপর এক ডাকাত আহত হয়। এ বিষয়ে শিবালয় থানার ওসি ফিরোজ কবির বলেন, এ ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়